পোশাক শিল্প ব্যবসায়ীদের জন্য বিভিন্ন প্রণোদনা

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য আরও সুবিধা আসছে ২০১৯-২০ অর্থ বাজেটে। তৈরি পোশাক শিল্পে এখন চারটি খাতে ৪ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। নতুন বাজেটে এ শিল্পের বাকি খাতগুলোর জন্য প্রণোদনা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

১৩ জুন, বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর পক্ষে বাজেট প্রস্তাব উত্থাপন পর্বে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়।

প্রস্তাবিত বাজেটের ১৫৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আমাদের তৈরি পোশাক শিল্পের রপ্তানিতে পৃথিবীতে আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করছি। বর্তমান বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে এ খাতটিও একটি বিকাশমান ও সম্ভাবনাময় খাত। এ বিবেচনায় আমাদের সরকার এই খাতটির জন্য বিদ্যামান নগদ প্রণোদনাসহ সকল প্রকার সুযোগ সুবিধা অব্যাহত রেখেছে।’

বর্তমানে তৈরি পোশাক রপ্তানির চারটি খাতে সর্বোচ্চ ৪ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থবছরে অবশিষ্ট সকল খাতে তৈরি পোশাক রপ্তানিতে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা প্রদানের প্রস্তাব করছি। এ বাবদ বাজেটে অতিরিক্ত ২,৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *