প্রবৃদ্ধির লক্ষ্য ৫ শতাংশ রাখল চীন

স্টকমার্কটবিডি ডেস্ক :

চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশ রাখার লক্ষ্য নির্ধারণ করেছে চীন। আজ রোববার দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনের উদ্বোধনী দিনে এক প্রতিবেদনে এ লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। এই লক্ষ্যমাত্রার মাধ্যমে দেশটি এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারি পরিবর্তন বাস্তবায়নে প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

আজ কুয়াশাচ্ছন্ন দিনে বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারের পশ্চিম পাশে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে জড়ো হওয়া ২ হাজার ৯৪৮ প্রতিনিধিকে নিয়ে এনপিসির এ অধিবেশন শুরু হয়। খবর রয়টার্সের।

গত বছর দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে মাত্র ৩ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি। তিন বছরের কভিড-১৯ বিধিনিষেধ, আবাসন খাতে সংকট, বেসরকারি উদ্যোক্তাদের ওপর ব্যাপক চাপ এবং চীনা রপ্তানি পণ্যের চাহিদা কমতে থাকায় এত কম প্রবৃদ্ধি হয়।

বিদায়ী প্রধানমন্ত্রী লি কুছিয়াং ওই প্রতিবেদনে অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলেছেন। তিনি চলতি বছর চীনের শহরগুলোতে ১২ মিলিয়ন চাকরি সৃষ্টির লক্ষ্য ঠিক করেছেন। গত বছর এটি ছিল ১১ মিলিয়ন। এ ছাড়া আবাসন খাতে ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এবার সরকারের বাজেট ঘাটতিও জিডিপির ৩ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ২ দশমিক ৮ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *