স্টকমার্কেটবিডি ডেস্ক :
বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেফতার হওয়া পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিব শঙ্কর হালদারসহ ছয় অভিযুক্তকে ১৫ দিনের জেল হেফাজত দেয়া হয়েছে। সে ক্ষেত্রে আগামী ২০ জুলাই ফের তাদের আদালতে তোলা হবে।
১৪ দিনের জেল হেফাজত শেষে আজ মঙ্গলবার অভিযুক্ত প্রত্যেককেই কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট-৩ এ তোলা হলে বিচারক জীবন কুমার সাধু এই নির্দেশ দেন। প্রয়োজনে নতুন নতুন তথ্য পেতে কারাগারে গিয়েও অভিযুক্তদের জেরা করবেন ইডির কর্মকর্তারা।
পিকের ভাই প্রাণেশ হালদারের জামিনের যে আবেদন আদালতে করা হয়েছিল, এদিন তা প্রত্যাহার করে নেওয়া হয়, অন্যদিকে বাকি পাঁচ অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।
এদিকে, ইডি সূত্রে খবর আগামী কয়েক দিনের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে পারে তারা।
এ ব্যাপারে এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলায় চার্জশিট জমা পড়বে। তদন্তের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের নামও এর মধ্যে জড়িয়ে পড়েছে।
ওই প্রভাবশালীদের মধ্যে কোন দেশের নাগরিক সে ব্যাপারে প্রশ্ন করা হলে আইনজীবী বলেন, এই মুহূর্তে ভারতীয় প্রভাবশালীদের নাম নিয়েই আমরা চিন্তিত। বাংলাদেশের নাম আসলেও এই মামলায় তাদের নাম নেই।
বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষে বা তদন্তকারী এজেন্সিগুলোর পক্ষে ইডি বা আমাদের কাউকে জানানো হয়নি। আদালতে পিকের ভাই প্রাণেশ হালদারের আগাম জামিন প্রত্যাহার করে নেওয়া হয়, অন্যদিকে বাকিদের জামিন খারিজ করে দেয় আদালত। সূত্র : বিডি প্রতিদিন
স্টকমার্কেটবিডি.কম////