বিবিএস ক্যাবলসকে ডিপিডিসির ১০৬ কোটি টাকার সম্মতিপত্র

স্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিবিএস ক্যাবলসকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) একটি সম্মতিপত্র প্রদান করেছে। সম্প্রতি কোম্পানিটিকে সম্মতিপত্র (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) দিয়েছে ডিপিডিসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ সম্মতিপত্রের আওতায় বিবিএস ক্যাবলস লিমিটেড ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি)র আওতাধীন বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক বর্ধিতকরণের পণ্য সরবরাহ করবে। এ জন্য ডিপিডিসির সাথে একটি ১০৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৩৯০ টাকার এই সম্মতিপত্র সম্পন্ন হয়েছে।

সম্মতিপত্র পাওয়ার পর ২৮ কার্যদিবসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। এই সম্মতিপত্রের চুক্তির আওতায় ডিপিডিসিকে ১১কেবি থ্রি-কোর ৩০০ এসকিউ-এমএম এক্সএলপিই কোপারক্যাবল সরবরাহ করবে বিবিএস ক্যাবল। মুনাফাসহ যার আর্থিক মূল্য ১০৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৩৯০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *