মার্চে পূর্বাচলে হবে এবারের বাণিজ্যমেলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয় ১৯৯৫ সালে। তখন থেকেই দেশি প্রতিষ্ঠানগুলো তাদের ব্র্যান্ডকে পরিচিতি করার একটা মাধ্যম হিসেবে নেন বাণিজ্য মেলাকে। ক্রেতাদের মধ্যেও মেলায় যাওয়ার জন্য ব্যাপক উৎসাহ থাকে।

আগামী মার্চে রাজধানীর পূর্বাচলে নতুন ভ্যেনুতে বাণিজ্য মেলার আয়োজন করা হবে। মেলা উদ্বোধনের জন্য এ সপ্তাহেই প্রধানমন্ত্রীকে চিঠি দেবে আয়োজক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সম্প্রতি ইপিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দ্য বিজনেস স্টান্ডার্ডকে জানিয়েছেন ইপিবির ভারপ্রাপ্ত সচিব মাহমুদুল হাসান। তিনি বলেন, রোববার বোর্ড মিটিং হয়েছে। মিটিংয়ে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মেলা পূর্বাচলেই হবে। ২০২১ এর ১ জানুয়রি মেলা হওয়ার কথা ছিল। এটা এখন পিছিয়ে গেলেও মুজিববর্ষেই মেলার আয়োজন করবো আমরা।

মাহমুদুল হাসান জানান, রাজধানীর আগারগাঁও থেকে সরিয়ে পূর্বাচলে ‘বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ এ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) মেলা শুরু হয়।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয় ১৯৯৫ সালে। তখন থেকেই দেশি প্রতিষ্ঠানগুলো তাদের ব্র্যান্ডকে পরিচিতি করার একটা মাধ্যম হিসেবে নেন বাণিজ্য মেলাকে। ক্রেতাদের মধ্যেও মেলায় যাওয়ার জন্য ব্যাপক উৎসাহ থাকে।

গতবারের ২৫ তম মেলায় ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। সেখান থেকে কত টাকার রপ্তানি আদেশ এসেছে সেটা জানাতে পারেনি ইপিবি। তবে তার আগের বছর বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল ২০০ কোটি টাকার। মেলায় দর্শক এসেছিলেন ৫০ লাখ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *