ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান বিটিএমএ’র নতুন সভাপতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) সভাপতি পুন:নির্বাচিত হয়েছেন ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

গতকাল শনিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ড। রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ে এজিএম অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী খোকন শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিং মিলস ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক। ইশরাক স্পিনিংসহ এই গ্রুপের অধীনে বেশ কয়েকটি টেক্সটাইল এবং তৈরি পোশাক কারখানা আছে। নির্বাচিত অন্য দুই সহ-সভাপতি হচ্ছেন, আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং রিদিশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম।

বিটিএমএর নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি আবুল বাশার নির্বাচিতদের নাম ঘোষণা করেন। বিটিএমইএর নেতা নির্বাচন সাধারণত সমঝোতা এবং মনোয়নের ভিত্তিতে হয়ে থাকে। নির্বাচিত পরিচালকরা হচ্ছেন, মোশারফ হোসেন, মনির হোসেন, হোসেন মেহমুদ, সালেহ উজ্জামান খান, মাসুদ রানা, এম সোলায়মান, সৈয়দ এনায়েত কবীর, রাজিব হায়দার, ইশতিয়াক আহাম্মেদ শৈকত, মোনালিসা মান্নান, আবদুল্লাহ জুবায়ের, জোবায়ের আহম্মেদ, এম রহিম চৌধুরী, এএসএম রাকিবুল হাসান, সৈয়দ নুরুল ইসলাম, হাফিজুর রহমান খান, ফাইজুর রহমান ভুইয়া, মহিউদ্দিন আহম্মেদ, কামরুল হাসান, আবদুল ওয়াদুদ চৌধুরী, মো. এহসিন, আজহার খান ও রাশেদুল হাসান। এই কমিটি আগামী দুই বছরের জন্য বিটিএমএর পরিচালনা পর্যদের দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *