রাজস্ব অগ্রযাত্রার মূল চালিকাশক্তি ভ্যাট: এনবিআর চেয়ারম্যান

mosharrofস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একবছরের মধ্যে ভ্যাটকে সম্পূর্ণ অটোমেশনে নিয়ে যাওয়ার কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘রাজস্ব অগ্রযাত্রায় আমরা যে পথে এগিয়ে যাচ্ছি, তার মূল চালিকাশক্তি হচ্ছে ভ্যাট।’ সোমবার (১১ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বৃহৎ করদাতা ইউনিটের ‘এলটিইউ ভ্যাট মোবাইল অ্যাপ’ ও ভ্যাট বিষয়ক তথ্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আগামী একবছরের মধ্যে ভ্যাটকে আমরা সম্পূর্ণ অটোমেশনে নিয়ে যাব। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু করবো। সেজন্য টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি। সব ব্যবসা প্রতিষ্ঠানকে ইএফডির আওতায় এনবিআরের মূল সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে।’

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে (২০১৭-১৮) রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হতে পারে ২০ শতাংশ। এটা ২২ থেকে ২৫ শতাংশ হয়ে যেতে পারে। তবে তা নির্ভর করবে জুন মাসের রাজস্ব আদায়ের ওপর।’ তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে এনবিআর’র লক্ষ্যমাত্রা প্রায় ৩ লাখ কোটি টাকা। এটি একটি চ্যালেঞ্জ। জনগণের সহযোগিতায় আমরা এই লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবো। লক্ষ্য যদি বড় থাকে, লক্ষ্য অর্জনের চেষ্টাও হয় বৃহৎ। সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *