লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং; ২য় নাভানা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭২ কোটি ৩২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ২ লাখ।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ৩৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশের ৩০ কোটি ৮০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৮ কোটি ৮৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৩ কোটি ৯০ লাখ, প্রভাতী ইন্সুরেন্সের ২৩ কোটি ৬৭ লাখ, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিংয়ের ১৯ কোটি ১১ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৮ কোটি ৯১ লাখ ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *