শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

উভয় শেয়ারবাজার সূচকের পতন ও আগের দিনের চেয়ে লেনদেন কম হয়েছে। এদিন অধিকাংশ শেয়ারের দর কমেছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ২০ কমে অবস্থান করছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ২৯৮ কোটি ৫ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছিল মোট ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এদিন লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত ৩৫টির।

ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে এসআইবিএল, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইফাদ অটোস, লাফার্জ সুরমা, গ্রামীন ফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে সাধারণ মূল্য সূচক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৮১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ৩৮ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এ দিন লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *