শেয়ার কারসাজিতে রকিবুর রহমানের জামিন

রকিব ছবিনিজস্ব প্রতিবেদক :

চিটাগাং সিমেন্ট কোম্পানির শেয়ার কারসাজির মামলায় জামিন পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান। গতকাল শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে ১৯৯৬ সালের শেয়ার কারসাজি সংক্রান্ত এ মামলায় জামিনের আবেদন করলে বিচারক হুমায়ুন কবীর তা মঞ্জুর করেন। একই মামলায় ডিএসইর সাবেক পরিচালক এসএম শহিদুল হক বুলবুলও জামিন পেয়েছেন।

এ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৬ আগস্ট নির্ধারণ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। ওই দিন উভয় আসামিকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বাদী এসইসির সাবেক নির্বাহী পরিচালক এম এ রশিদ খান আদালতে উপস্থিত না হওয়ায় গতকালের শুনানি হয়নি।

এ মামলার অন্য আসামি ছিলেন কোম্পানিটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব। তিনি মারা যাওয়ায় এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া কোম্পানিটিকেও বিবাদী করা হয়েছে।

বহুল আলোচিত ছিয়াবনব্বইয়ের শেয়ার কারসাজির তদন্তে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে রকিবুর রহমান এবং এসএম শহিদুল হক বুলবুলের বিরুদ্ধে চিটাগাং সিমেন্ট কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগ আনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *