সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

index smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সুচকের বড় ধরনের পতন হয়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫২৩ কোটি ২৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, আমরা নেটওয়ার্কস, লংকাবাংলা ফাইন্যান্স, গ্রামীনফোন লিমিটেড, ইফাদ অটোস, ব্র্যাক ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা ও আইসিবি।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির কমেছে ১৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৫৫ কোটি ৯৫ লাখ টাকা। যা গতকাল রবিবার ছিল ৪২ কোটি ৮১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *