শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক ও শিল্প খাতের কোম্পানি সিএমসি কালাম টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা। এসময় কোম্পানিটির ইপিএস আগের বছরের চেয়ে ১ পয়সা বেড়েছে। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য দেও্য়া হয়েছে।
২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ২০.৩৮ টাকা। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সম্পদ ছিল ১৯.৬২ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি