বীচ হ্যাচারির দর বাড়ার কারণ নেই

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেড শেযারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৩ আগস্ট হঠাৎ করেই এ কোম্পানিটির শেয়ারের বিক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন হল্টেড হয়ে যায়। ৪ আগস্ট মঙ্গলবারেও কোম্পানিটির শেয়ারের দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। ১৯.৮ টাকা থেকে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২১.৭০ টাকায়। বিক্রেতা না থাকায় মঙ্গলবার সোয়া ১২টায় কোম্পানিটির শেয়ার লেনদেন হল্টেড অবস্থায় রয়েছে।

দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। চিঠির প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/

ন্যাশনাল ফিডের ইপিএস বৃদ্ধি

national_groupস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস আগের চেয়ে বৃদ্ধি পেয়ে ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ পয়সা।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ১৫- জুন ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

প্রসঙ্গত, হিসাব বছরের অর্ধবার্ষিকীতে (জানুয়ারি ১৫- জুন ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৬৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/

হাক্কানি পাল্পের তদন্তের মেয়াদ বাড়ালো বিএসইসি

hakkaniনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানি পাল্প লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িযেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কমিটিকে আগামী ১১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত ৩ আগস্ট সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্পের শেয়ারে অস্বাভাবিক হারে দর বৃদ্ধি খতিয়ে দেখতে ২৯ জুন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গঠিত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কমিটির সদস্যরা হলেন— বিএসইসির উপ-পরিচালক শামসুর রহমান ও গোলাম কিবরিয়া।

১১ জুন হাক্কানী পাল্প এ্যান্ড পেপার শেয়ারের দর ছিল ২১ টাকা। ২৯ জুন শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৫৮ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এম/

আবারো সক্রিয় শেয়ারবাজারে কারসাজি চক্র

syndikat-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির তথ্য আগাম জেনে যাচ্ছেন শেয়ারবাজারের এক শ্রেণীর বিনিয়োগকারী। এসব আগাম তথ্যের ভিত্তিতে তারা আগেই শেয়ার কিনছেন। পরে তথ্যটি বাজারে ছড়িয়ে মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে তারা কোটি কোটি টাকা মুনাফা তুলে নিচ্ছেন। লাভ-ক্ষতি, বার্ষিক লভ্যাংশ ঘোষণা বা ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা-সংক্রান্ত এসব মূল্য সংবেদনশীল তথ্য নিয়ে আবারো সক্রিয় শেয়ারবাজারে কারসাজি চক্র।

শেয়ারবাজারের এই অপতৎপরতা বছরের পর বছর নিয়ন্ত্রক সংস্থাদের জানা থাকলে তারা নির্বিকার। শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলেছেন, এটা বাংলাদেশের শেয়ারবাজারে ‘ওপেন সিক্রেট’ বিষয়। কোম্পানির ব্যবসায়িক সাফল্য বা ব্যর্থতা বাজারকে তেমন প্রভাবিত করে না বলে প্রচার করা হচ্ছে।

তবে কখনো কখনো কারসাজিমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোম্পানির উদ্যোক্তা, পরিচালক, শীর্ষ কর্মকর্তা, তাদের নিকটাত্মীয় এবং অডিটর জড়িত থাকে। তারপরও তা বন্ধের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বিএসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, কারসাজিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অনেক দেশের নিয়ন্ত্রক সংস্থা বিশেষ গোয়েন্দা সংস্থা ব্যবহার করে থাকে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠী কারসাজিমূলক কর্মকাণ্ডে জড়িত হলেই ওই সংস্থা কমিশনের নজরে আনে। আমাদের কমিশনে এ ধরনের ব্যবস্থা নেই। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিগগিরই গোয়েন্দা দল নিয়োগ করা উচিত।

সাম্প্রতিক শেয়ারবাজারের লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, একইচিত্র দেখা গেলো বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। গত ২১ জুলাই বীমা কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭৮ টাকায় কেনাবেচা হয়। মাত্র আট কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে সাড়ে ৫২ শতাংশ। শেয়ারটির দর বেড়েছে লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে। গত ২৯ জুলাই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।

এ সভাটির খবর আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি গত ২৬ জুলাই প্রকাশ করে। এর কয়েকদিন আগেই খবরটি শেয়ারবাজারে চলে আসে। এর ভিত্তিতেই শেয়ার কিনেছেন অনেকে। কেবল ইসলামী ব্যাংক বা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এমন দরবৃদ্ধির ঘটনাই প্রথম নয়। বরং প্রতি মাসেই বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে এমন কয়েকটি ঘটনা ঘটেছে।

তবে কমিশনের দাবি, মূল্য সংবেদনশীল তথ্য নিয়ে কারসাজিমূলক লেনদেন প্রমাণ করা কষ্টসাধ্য ব্যাপার। বিষয়টি কমিশনের জন্য উদ্বেগের। কমিশন চেষ্টা করছে নতুন সার্ভিল্যান্স সফটওয়্যারে সকল ইনসাইডারের (যারা মূল্য সংবেদনশীল তথ্য জানতে পারে) তথ্য সংযুক্ত করতে। এক্ষেত্রে প্রমাণযোগ্য তথ্য না পেলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

তসরিফা ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১০ আগষ্ট

Tosrifa-smbdনিজস্ব প্রতিবেদক :

সদ্য শেয়ারবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী ১০ আগস্ট বোর্ড সভা আহ্বান করেছে। এ সভায় এজিএমের সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১০ আগস্ট তসরিফা ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

২০১৪ সালে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ আগেই ঘোষণা করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

দুইটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১০ আগস্ট

mutualনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি আগামী ১০ আগস্ট বোর্ড সভা আহ্বান করেছে। ফান্ড দুটি হচ্ছে-এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১০ আগস্ট দুটি ফান্ডেরই ট্রাস্টি সভা বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালে ফান্ডের ট্রাস্টি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অপরদিকে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালে ফান্ডটির ট্রাস্টি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য দুটি ফান্ডেরই সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হচ্ছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. এ্যাপোলো ইস্পাত
  2. স্কয়ার ফার্মা
  3. লাফার্জ সুরমা
  4. বেক্সিমকো ফার্মা
  5. যমুনা ওয়েল
  6. কেপিসিএল
  7. বেক্সিমকো
  8. শাশা ডেনিম
  9. তিতাস গ্যাস
  10. ইউনাইটেড পাওয়ার।

ডিএসইতে লেনদেন ৮১১ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

ইতিবাচক ধারা বজায় রেখে আজও শেয়ারবাজারে শেষ হলো দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৮১১ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ঢাকার শেয়ারবাজারে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৬০.৫২ পয়েন্ট বেড়ে ৪৮৬২.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন রবিবার ডিএসইতে ৯.৭১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০১ টির দাম বেড়েছে। কমেছে ৮২ টির, আর অপরিবর্তিত ছিল ৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১১ কোটি ৭১ লাখ টাকা। গতকাল রবিবার দিন এই স্টক এক্সচেঞ্জে ৮০৬ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ছাড়বে ইসলামিক ফাইন্যান্স

islami fস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ এর কর্পোরেট উদ্দোক্তা ইসলামিক ফাইন্যান্স এণ্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই কর্পোরেট স্পন্সর আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ৩০ লাখ ইউনিট বিক্রয় করবেন।

ইসলামিক ফাইন্যান্স এণ্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের কাছে মিউচ্যুয়াল ফান্ড-১ র মোট ৯০ লাখ শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এই ৩০ লাখ ইউনিট ছেড়ে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি সম্পন্ন

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্দোক্তা হারুন অর রশিদ নিজ হাতের শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পরিচালক পূর্ব ঘােষণার ৩০ কার্যদিবসের মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার শেযার বিক্রয় করবেন।

তার নিকট থাকা শেয়ারের মধ্য থেকে এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করেছেন বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেডএ