বাণিজ্যিক উৎপাদানে যাচ্ছে ইফাদ অটোসের আইপিও প্রকল্প

ifadনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে করা ইফাদ অটোসের প্রকল্পটি বাণিজ্যিক উৎপাদান শুরু করতে যাচ্ছে। রবিবার কোম্পানটির পরিচালনা বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির ২২১তম বোর্ড সভায় সাভার ধামরায়ে অবস্থিত নতুন প্রকল্পটির উৎপানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সর্বসম্মতিতে কোম্পানিটি আগামীকাল ২ ফেব্রুয়ারি হতে আইপিওর মাধ্যমে অর্থায়ন এ প্রকল্পটির উৎপাদন শুরু করবে।

এই প্রকল্পটিতে চলতি বছরের বাকি সময়ে ১ হাজার গাড়ী তৈরি করা সম্ভব বলে জানিয়েছে কোম্পানিটি। যা পরবর্তী বছরগুলোতে ৩ হাজার গাড়ী উৎপাদন করবে ইফাদ অটোস।

নতুন প্রকল্পটিতে বর্তমানের চেয়ে বেড়ে মোট গাড়ী উৎপাদনের পরিমাণ ১০ হাজারে দাঁড়াবে। এতে কোম্পানির টার্ণওভার ও মুনাফা বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।

ইফাদ অটোস শেয়ারবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করে। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এসব অর্থ কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে বলে জানায়। আইপিও আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইফাদ অটোসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.১৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪৪.১২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর/সি