মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৬ অক্টোবর

megna-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লংকাবাংলা ফাইন্যান্সের ১৫০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সহযোগী কোম্পানি লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই সহযোগী কোম্পানি ১৫০ কোটি টাকার দ্বিতীয় জিরো কুপন বন্ড ইস্যু করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে বন্ড ইস্যু করবে সিকিউরিটিজ হাউসটি। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদনসাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

প্রসঙ্গত, লংকাবাংলা ফাইন্যান্সের সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ। সিকিউরিটিজ হাউসটির ৯০.৯১ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/জেডএ

জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৪৫ টাকা।

আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এসিআই ফর্মুলেশন লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

aciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফর্মুলেশন লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮৫ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪.৩৫ টাকা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৩ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ