কেয়া কসমেটিকসের ২.৪৩ কোটি শেয়ার বিক্রির ঘোষণা

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ২ কোটি ৪৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবদুল খালেক পাঠান নামে এই উদ্দোক্তা পরিচালক কোম্পানিটির ২ কোটি ৪৩ লাখ শেয়ার বেচবে। প্রতিষ্ঠানের হাতে কোম্পানিটির মোট ৩৩.৬৪.৮৯.৫১০টি শেয়ার রয়েছে।

এই উদ্দোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ব্যাংকের র্বোড সভা ২৪ মার্চ

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১টায় রাজধানীর মতিঝিল প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. মুন্নু সিরামিক্স
  2. মার্কেন্টাইল ব্যাংক
  3. ওয়াটা কেমিক্যাল
  4. ইফাদ অটোস
  5. কুইন সাউথ
  6. ফাইন ফুডস
  7. ফু ওয়াং ফুড
  8. সালভো কেমিক্যাল
  9. এসিআই
  10. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসইতে ২৭৫ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২৭৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক কমেছে। এদিন লেনদেন কমলেও সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন একটু বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৫ কোটি টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৩৮ কোটি ৫৯ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭২ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিক্স, মার্কেন্টাইল ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, ইফাদ অটোস, কুইন সাউথ, ফাইন ফুডস, ফু ওয়াং ফুড, সালভো কেমিক্যাল, এসিআই ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬৬৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৯৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪২ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও গ্রামীন ওয়ান : স্কিম টু।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড ফাইন্যান্সের লেনদেন শুরু সোমবার

united-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ১৯ মার্চ সোমবার শেয়ার লেনদেন শুরু হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ১৮ মার্চ বরিবার কোম্পানির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানিটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী ১৯ মার্চ সোমবার থেকে কোম্পানিটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল স্পট মার্কেটে যাবে গ্লাক্সোস্মিথক্লাইন

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড আগামী ১৯ মার্চ সোমবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২০ মার্চ  মঙ্গলবার পযর্ন্ত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানিটি আগামী ১৯ ও ২০ মার্চ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২১ মার্চ বুধবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটি আগামী ২১ মার্চ লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মালেক স্পিনিংয়ের ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা

malekস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শামীম মতিন চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২.৫৫ লাখ শেয়ার কিনবে ইসলামিক ফাইন্যান্স

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৫৫ হাজার শেয়ার কেনার ঘোষণা করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লিয়াকত হোসেন মোঘল নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ ৫৫ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সামিট অ্যালায়েন্সের ঋণমান ‘এ১’

summitস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও বাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে
সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার বিক্রি সম্পন্ন

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক মোট ৯ লাখ ৪০ হাজার ৬০০টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বরিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শামসুর রহসান নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৯ লাখ ৪০ হাজার ৬০০টি শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম