তৃতীয় স্প্যানে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪৫০ মিটার

2018-03-11_6_46687স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতুর কাজ। সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭-সি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো ৪৫০ মিটার কাঠামো।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যানটি। এর প্রায় ৪ মাস পর চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর মাত্র দেড় মাস পর রোববার (১১ মার্চ) শরীয়তপুরের জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যানটি বসানো হলো। এদিকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের যাত্রীদের ও পদ্মার পাড়ের মানুষ স্প্যান বসানোর দৃশ্য দেখে আনন্দিত। দ্বিতীয় স্প্যানটি বসাতে প্রকৌশলীদের সময় বেশি লাগলেও তৃতীয় স্প্যানটি খুব অল্প সময়ের মধ্যে পিলারের ওপর বসাতে সক্ষম হোন সংশ্লিষ্টরা।

রবিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু। এর আগে শনিবার (১০ মার্চ) বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এই ক্রেনের ধারণ ক্ষমতা তিন হাজার ৬০০ টন।

প্রথম স্প্যান বসাতে প্রকৌশলীদের বেশি সময় লাগলেও আস্তে আস্তে বাকি স্প্যান বসাতে কম সময় লাগবে। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে চলতি বছরের জুন মাসের মধ্যে মাওয়া প্রান্তের পাইলিংয়ের কাজ এগিয়ে রাখতে চান প্রকল্প সংশ্লিষ্টরা।

পদ্মাসেতু প্রকল্প সূত্রে জানা যায়, সকালে স্প্যান বহনকারী ক্রেনটিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। তবে স্থায়ীভাবে বসতে কয়েকদিন সময় লাগবে। এছাড়া স্প্যান ওঠানোর আগে ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেজ প্লেট, পাইল পজিশন, মেজারমেন্টসহ আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়। সাময়িক সময়ের জন্য নৌরুটে নৌযানগুলোর গতি কমিয়ে চলাচল করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত আগামীকাল

bbস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড সোমবার লেনদেন বন্ধ থাকবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আগামীকাল (১২ মার্চ) সোমবার বার্ষিক সাধারন সভা (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানিটি সোমবার লেনদেন বন্ধ রাখবে।

আগামী মঙ্গলবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আলিফ ইন্ডাস্ট্রিজের ইজিএমের দিন পরিবর্তন

alif-Industryস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির ইজিএমটি আগামী ১৯ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ১৪ মার্চ দুপুর ১টায় এই ইজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

পরিবর্তিত তারিখে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রহিম টেক্সটাইলের ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডক্টর শামীম মতিন চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১১,৪৯,০৫৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আমান ফিডের ঋণমান ‘এ১’

aman-feed-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড মিল লিমিটেডের ঋণমান ‘এ১’ । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বরে হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা ১৮ মার্চ

national-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জাহিন স্পিনিংয়ের রাইট : সাবস্ক্রিপশন শুরু ২৯ জুলাই

zahinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জাহিন স্পিনিং লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৯ জুলাই। আর এটা চলবে ২৬ আগষ্ট পর্যন্ত। রাইট শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

সম্প্রতি কোম্পানিটিকে রাইট শেয়ারের মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৩তম সভায় কোম্পানিটিকে এই অনুমোদন দেওয়া হয়।

এতে বলা হয়, জাহিন স্পিনিং লিমিটেডকে রাইট (১:১ অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এর ফলে ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০টি সাধারণ শেয়ার ১০ টাকা দামে ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেলো কোম্পানিটি। উত্তোলিত ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন এবং আংশিক ঋণ পরিশোধ করবে তারা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান

mosharrofস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি করলে সংশ্লিষ্ট এনবিআর’র কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি শনিবার দুপুরে নরসিংদীর মাধবদী এসপি ইনস্টিটিউটে ব্যবসায়ী নেতাসহ সকল পর্যায়ের করদাতা এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে এনবিআর’র অংশীদারিত্বমূলক রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ব্যবসায়ীদের হয়রানি করে থাকেন, এটা ব্যবসায়ীরা যেমন জানেন, তেমনি উর্ধ্বতন কর্মকর্তারাও জানেন। এখন থেকে এমন অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সংলাপে উপস্থিত ব্যবসায়ী ও করদাতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ন্যায্য পাওনা পরিশোধ করেন, তাহলে আপনাদের কোনও প্রকার হয়রানি যাতে না হতে হয় তা আমি দেখবো।’

তিনি বলেন, প্যাকেজ ভ্যাটে ছোট ব্যবসায়ীরা লাভবান হন। কিন্তু এটি বড় ব্যবসায়ীদের জন্য চালু করা হলে সরকারের রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হবে। আগামী বাজেট প্রস্তুতির জন্য ‘আমরা এখন থেকেই সংলাপ চালিয়ে যাচ্ছি’। ব্যবসায়ী ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে, বাজেটে কী কী নীতিমালা থাকবে।’

বন্ডের অপব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘বন্ডের অপব্যবহার রোধে এখন থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করা হবে। এর পাশাপাশি পোর্টে নজরদারি বাড়িয়ে দেয়া হবে। তৈরি পোশাক খাতে সরকার যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে, সেসবের যাতে অপব্যবহার না হয়, সে ব্যবস্থাও করা হবে।’ সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৪ কোম্পানির র্বোড সভা চলতি সপ্তাহে নির্ধারণ

boardস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি বাংলাদেশ শিপিং, ইসলামিক ফাইন্যান্স, সিঙ্গার বিডি এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা র্বোড সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উক্ত র্বোড সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ইসলামিক ফাইন্যান্স, সিঙ্গার বিডি এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উক্ত র্বোড সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে আর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.০৭ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.৬২ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৬.৫৫ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.০৭পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৮ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.০৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.০৭ পয়েন্টে, প্রকৌশলী খাতের ২১.০৩ পয়েন্টে, বীমা খাতের ১১.০৯ পয়েন্টে, বস্ত্র খাতের ২০ পয়েন্টে, বিবিধ খাতের ২৫.০৫ পয়েন্টে, খাদ্য খাতের ৩০.০৫ পয়েন্টে, চামড়া খাতের ১৫.০৮ পয়েন্টে, সিমেন্ট খাত ৩৪.০৪ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাত ১২.০১ পয়েন্টে,এনবিএফআই খাতে ১৮.৩ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাত ২৪.০৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২৪.০৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাত ২৭.০৬ পয়েন্টে, সিরামিক খাত ২১.০২ পয়েন্টে এবং পাট খাট ৩৬.০৩ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম