আত্মনির্ভরশীল হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

prodanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ কারও কাছে হাত পেতে নয় বরং বিশ্বে মাথা উঁচু করে চলবে এবং নিজস্ব সম্পদ দিয়েই আত্মনির্ভরশীল হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ হিসেবেই গড়ে উঠবে এবং বিশ্বে মাথা উঁচু করে চলবে। কারও কাছে হাত পেতে নয়, আমাদের যতটুকু সম্পদ, তাই দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব এবং এ দেশকে আমরা আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যাব।’

আজ রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক-২০১৮ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই, আমাদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের প্রেরণা নিয়ে এই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সে যাত্রা যেন থেমে না যায়। এই যাত্রা যেন অব্যাহত থাকে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

শেখ হাসিনা বলেন, তাঁর কাছে ক্ষমতায় থাকা মানে জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণের কর্তব্য পালন করা। আর মহান মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশকে গড়ে তোলা।

এ বছর সংস্কৃতিমন্ত্রী এবং বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূরসহ ১৮ জনকে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এই স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, উন্নয়নসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পদক প্রদান করা হয়।

পদকপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যারা বেঁচে আছেন তাঁরা নিজে এবং মরণোত্তর পদক বিজয়ীদের পক্ষে তাঁদের স্ত্রী, পুত্র, কন্যা এবং পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। অধ্যাপক ড. মো. আবদুল মজিদ পুরস্কার বিজয়ীদের পক্ষে নিজস্ব অনুভূতি ব্যক্ত করে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই পুরস্কার প্রদানের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশ ও জাতির প্রতি তাদের কর্তব্যবোধ আরও জাগ্রত হবে। তারা এই দেশকে ভবিষ্যতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে।’

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং স্বাধীনতা পদক বিজয়ীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এ পর্যন্ত ২৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে ৩ লাখ টাকার চেক, ১৮ ক্যারেট সোনার একটি পদক ও সনদ দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

চীনা কনসোর্টিয়ামের বিষয়ে ‘ইতিবাচক’ বিএসইসি

chinaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই শেয়ারবাজার শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়ামের প্রাথমিক প্রস্তাব গ্রহণ না করলেও এখন তাদের কৌশলগত বিনিয়োগকারী করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

মিনহাজ মান্নান ইমন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হওয়ায় এ সাক্ষাতের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, তাদের মধ্যে বাজারকে গতিশীল করার জন্য ব্যাংকের ঋণ আমানত অনুপাত (এডিআর), ব্যাংক এক্সপোজার, কৌশলগত বিনিয়োগকারী বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ক্যাপিটাল গেইন ট্যাক্সসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তারা আরও জানান, সাক্ষাতকালে বিএসইসির চেয়ারম্যান চীনা কনসোর্টেয়ামকে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

ডিএসইর পক্ষে সৌজন্য সাক্ষাতে অংশ নেন নবনির্বাচিত পরিচালক মিনহাজ মান্নান ইমন, শরীফ আতাউর রহমান, মো. হানিফ ভূইয়া এবং সদ্য বিদায়ী পরিচালক মো. শাকিল রিজভী। এ সময় বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন।

শরীফ আতাউর রহমান জাগো নিউজকে বলেন, বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাত করেছি। এ সময় চীনা কনসোর্টিয়ামকে কৌশলগ বিনিয়োগকারী করার বিষয়ে আলোচনা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান ইতিবাচক মনভাব দেখিয়েছেন। তিনি বলেছেন আলোচনার টেবিলে সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, ব্যাংকের ঋণ আমানত অনুপাত এবং ব্যাংকের এক্সপোজার নিয়েও কথা হয়েছে। অর্থমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে একটি নির্দেশনা পাঠিয়েছে। আশাকরি বাংলাদেশ ব্যাংক দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

ডিএসইর সদ্য বিদায়ী পরিচালক শাকিল রিজভী বলেন, বিএসইসির সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। চেয়ারম্যান বলেছেন সবকিছু ঠিক করে চীনের কনসোর্টিয়ামের বিষয়ে পুনরায় প্রস্তাব দিলে তা অনুমোদন হয়ে যাবে। আর যদি কিছু সমস্যা থেকেও থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লেনদেন স্থগিত মঙ্গলবার

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড মঙ্গলবার লেনদেন স্থগিত থাকবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আগামী ২৭ মার্চ মঙ্গলবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানিটি মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী বুধবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সায়হাম কটনের ঋণমান ‘এ২’

saiham-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের ঋণমান ‘এ২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা
গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. মার্কেন্টাইল ব্যাংক
  2. সালভো কেমিক্যাল
  3. আমরা নেটওয়ার্ক
  4. কুইন সাউথ
  5. ব্র্যাক ব্যাংক
  6. ইউনিক হোটেল
  7. গ্রামীন ফোন
  8. ইউনাইটেড পাওয়ার
  9. ফরচুন সুজ
  10. মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে ২২৪ ও সিএসইতে ১৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২২৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে অনেক কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন অাগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৫৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৮৮ কোটি ২১ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১১ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৩ টির। আর দর অপরিবর্তিত আছে ৬৩ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –মার্কেন্টাইল ব্যাংক, সালভো কেমিক্যাল, আমরা নেটওয়ার্ক, কুইন সাউথ, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল, গ্রামীন ফোন, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ ও মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৮.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৭৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৪৪ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে একটু বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্রিটিশ আমেরিকান ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মঙ্গলবার স্পট মার্কেটে যাবে ডেল্টা ব্রাক ও নিটল ইন্স্যুরেন্স

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্রাক হাউজিং ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড আগামী ২৭ মার্চ মঙ্গলবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২৮ মার্চ বুধবার পযর্ন্ত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানি দুইটি আগামী ২৭ ও ২৮ মার্চ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার কোম্পানি দুইটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুইটি আগামী ২৯ মার্চ লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

১.৯ লাখ শেয়ার কিনবে ইসলামিক ফাইন্যান্স

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ ৯০ হাজার শেয়ার কেনার ঘোষণা করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লিয়াকত হোসেন মোঘল নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ ৯০ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রথম ২ ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের সংমিশ্রনে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের সংমিশ্রনে লেনদেন চলছে। রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩২৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ৩.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৯ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৬২ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পূবালী ব্যাংকের বোড সভা ২৯ মার্চ

pubaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম