রেনউইক যজ্ঞেশ্বররের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির সাবেক এমডিসহ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) শীর্ষ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন বিএসএফআইসির প্রধান প্রকৌশলী (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড কুষ্টিয়া) আহসান সিদ্দিক, কুষ্টিয়া চিনিকলের সাবেক মহাব্যবস্থাপক (কারখানা) মাধব চন্দ্র মণ্ডল (বর্তমানে একই পদে নাটোর চিনিকলে কর্মরত), নারায়ণগঞ্জে অবস্থিত যন্ত্রপাতি সরবরাহকারী মডার্ন স্টিল ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকার আবুল কাশেম ও দিলীপ চন্দ্র সাহা।

মামলার এজাহারে বলা হয়েছে, পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ও জালিয়াতির মাধ্যমে কুষ্টিয়া চিনিকলের একটি পুরোনো এয়ার কমপ্রেসর ও সাত লাখ পাঁচ হাজার টাকা এই ব্যক্তিরা আত্মসাৎ করেছেন। যা দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ২০১৫ সালের ১৪ মে থেকে ২০১৭ সালের ১০ জানুয়ারির মধ্যবর্তী সময়ে এ আত্মসাতের ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপরাধ) শেখ ওবায়দুল্লাহ আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, দুদকের এক কর্মকর্তা মামলা করেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মামলার বিষয়ে জানতে প্রধান প্রকৌশলী আহসান সিদ্দিকের কার্যালয়ের টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

GSPFINANস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে । বৃহস্পতিবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ ২২ মার্চ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছরের জন্য ২৩.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

হামিদ ফ্যাব্রিকসের ঋণমান ‘এএ৩’

hamid-fabrics-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফ্যাব্রিকস লিমিটেডের ঋণমান ‘এএ৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা
গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রহিম টেক্সটাইলের ১ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডক্টর শামীম মতিন চৌধুরী নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

‘ব্যাংক এক্সপোজার প্রজ্ঞাপনটি স্থগিত করলেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার’

bb-20180322135428স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে চলমান সংকট উত্তরণে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিলো বিশেষ বিবেচনায় অর্থ মন্ত্রণালয় তা মেনে নিয়েছে। অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক যত দ্রুত বাস্তবায়ন করবে তত দ্রুত শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে।

বাংলাদেশ ব্যাংক গত ২৫ ফেব্রুয়ারি বাংকের এক্সপোজার নিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল, সেই প্রজ্ঞাপন স্থগিত করলেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক। বৃহস্পতিবার ডিএসই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারের চলমান সংকট উত্তরণে আমাদের যে প্রস্তাব ছিল অর্থ মন্ত্রণালয় তা বিশেষ বিবেচনায় মেনে নিয়েছে। সেই সঙ্গে তা বাস্তবায়ন করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।

এখন বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন স্থগিত করলে কালকেই বাজার ঘুরে দাঁড়াবে। আর প্রজ্ঞাপন স্থগিত করতে ১০ দিন দেরি করা হলে আমরা ১০ দিন সাফার করবো। তাই প্রজ্ঞাপন স্থগিত করতে যাতে আমলাতান্ত্রিক জটিলতা না হয় আমরা তার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, শেয়ারবাজারে চলমান সংকট উত্তরণে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই কয়েকটি দাবি জানানো হচ্ছে। ব্যাংকের এক্সপোজার গণনা নিয়ে এবং আইসিবির এক্সপোজার গণনা নিয়ে একটা সমস্যা ছিল। এ সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দাবি ছিল।

তিনি জানান, গতকাল অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে আমাদের প্রস্তাবগুলো বিশেষ বিবেচনায় মেনে নেয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংককে তা বাস্তবায়ন করতে চিঠি দেয়া হয়েছে।

যেসব দাবি অর্থ মন্ত্রণালয় মেনে নিয়েছে, সে বিষয়ে সাদেক বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন বন্ড ডিবেঞ্চার প্রেফারেন্সিয়াল শেয়ার ও অতালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডকে ব্যাংকের এক্সপোজেরর হিসাবের বাইরে রাখা। কৌশলগত বিনিয়োগ যা পুরো মেয়াদকাল পর্যন্ত ধরে রাখতে হবে এবং যেসব সিকিউরিটিজের লেনদেন হয় না। সেই সব সিকিউরিটিজকে এক্সপোজার গণনা থেকে বাদ দেয়া।

তিনি আরো বলেন, ব্যাংকের শেয়ারবাজার এক্সপোজার লিমিট গণনা করার ক্ষেত্রে শেয়ারের বাজার মূল্য অনুযায়ী গণনা না করে ক্রয়মূল্যের ভিত্তিতে গণনা করা। ব্যাংক তার শেয়ারবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারিকে প্রদত্ত ঋণের যে অংশ ব্যাংকিং খাতে বিনিয়োগ করে তা পুঁজিবাজারে এক্সপোজার হিসেবে না করে শুধু মাত্র ওই ঋণের যে অংশ শেয়ারবাজারে বিভিন্ন সিকিউরিটেজে বিনিয়োগ করা হয়, তাই ওই ব্যাংকে প্রকৃত শেয়ারবাজার এক্সপোজার হিসেবে গণনা করা।

মোস্তাক আহমেদ সাদেক বলেন, এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ‘সিঙ্গেল পার্টি এক্সপোজার’ গণনায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে আইসিবির শেয়ারবাজারে বিনিয়োগ সক্ষমতা হ্রাস পেয়েছে। তাই আইসিবিকে সিঙ্গেল পার্টি এক্সপোজার হিসেবে গণনা করার বিষয় পুনবিবেচনা করার জন্য অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএমবিএ’র সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, ডিবিএ’র সিনিয়র সহ-সভাপতি শরিফ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ড. জহির এবং বিএমবিএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে পরে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন বন্ড ডিবেঞ্চার প্রেফারেন্সিয়াল শেয়ার ও তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডকে ব্যাংকের এক্সপোজের হিসাবের বাইরে রাখা, কৌশলগত বিনিয়োগ যা পুরো মেয়াদকাল পর‌্যন্ত ধরে রাখা এবং যে সব সিকিউরিটিজের লেনদেন হয় না সেসব সিকিউরিটিজকে এক্সপোজার গণনা থেকে বাদ দেওয়া।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

  1. আল আরাফাহ ইসলামী ব্যাংক
  2. সোস্যাল ইসলামী ব্যাংক
  3. ইউনিক হোটেল
  4. স্কয়াল র্ফামা
  5. ওয়াটা কেমিক্যাল
  6. উত্তরা ফাইন্যান্স
  7. ইফাদ অটোস
  8. আমরা নেটওয়ার্ক
  9. লংকাবাংলা ফাইন্যান্স
  10. সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

ডিএসইতে ৩৮৮ ও সিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৮৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সূচকের সংমিশ্রনে লেনদেন কিছুটা বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন অাগের দিনের চেয়ে অর্ধেক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ২১ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৫২ কোটি ৮ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪ টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –আল আরাফাহ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল, স্কয়াল র্ফামা, ওয়াটা কেমিক্যাল, উত্তরা ফাইন্যান্স, ইফাদ অটোস, আমরা নেটওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স ও সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৯ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্ক ও বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওয়েষ্টার্ণ মেরিনের ৪ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চারজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: সাকাওয়াত হোসেন নামে এক পরিচালক কোম্পানিটির ২,৭৮,৩৮৮ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৪০,৬২,৫০০ টি শেয়ার রয়েছে।

আবু মো: ফজলে রশিদ নামে এক পরিচালক কোম্পানিটির ২,৫৫,০১৪ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৩৭,২২,৩৩৫টি শেয়ার রয়েছে।

সোহেল হাসান নামে এক পরিচালক কোম্পানিটির ৩,৩৯,৩৭৭ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৪৯,৫৩,৭৩৬টি শেয়ার রয়েছে।

আরিফুর রহমান খান নামে এক পরিচালক কোম্পানিটির ২,৮৯,০৯৫ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৪২,১৯,৭৯৮ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সপ্তাহের শেষ দিন সূচকের পতনে চলছে লেনদেন

low indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৬.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭০ পয়েন্টে।

এই সময়ে সিএসসিএক্স সূচক ৭৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৩৬ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্ট্রাকো রিফুয়েলিং আইপিও আবেদন চলবে আরো ২ দিন

intracoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হয়েছে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ চলবে আরো ২ কার্যদিবস। যা শেষ হবে আগামী ২৭ মার্চ । ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ২৬ মার্চ সরকারী ছুটি থাকায় এই আবেদন আজ বৃহস্পতিবার বাদ দিলে রবিবার ও মঙ্গলবার চলমান থাকবে।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এলপি গ্যাস বোতলজাত করণ ও বাজারকরণ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি