সপ্তাহের শেষ দিন সূচকের পতনে চলছে লেনদেন

low indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৬.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭০ পয়েন্টে।

এই সময়ে সিএসসিএক্স সূচক ৭৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৩৬ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *