ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৯ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৬.১ পয়েন্টে, সিরামিক খাতের ২৪.৩ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.৮ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৭.৯ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০.৯ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ১৯.৫ পয়েন্টে।

এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ৩৩.৫ পয়েন্টে, বিবিধ খাতের ২৯.১ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৭.২ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ২৩১.১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.২ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩০.৫ পয়েন্টে, চামড়া খাতের ১৮.৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯.৫ পয়েন্টে, বস্ত্র খাতের ২২.৪ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২১,৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *