গোল্ডেন হ্যাভির ২০১৮ সালের ঋণমান প্রকাশ

creditস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের গোল্ডেন হ্যাভি কেমিক্যালস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে রাজস্ব আদায় বেড়েছে ১২৬ শতাংশ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানুয়ারি মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ১২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জানুয়ারিতে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি ৬৪ লাখ টাকা। যার পরিমাণ ডিসেম্বর ছিল ১৪ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ জানুয়ারি মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে ১৮ কোটি ২২ লাখ টাকা বা ১২৬ শতাংশ।

জানুয়ারিতে আদায় হওয়া রাজস্বের মধ্যে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ৩৪ লাখ টাকা আদায় হয়েছে। ডিসেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৮ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ লেনদেন থেকে রাজস্ব আদায় ১৩ কোটি ৬৪ লাখ টাকা বেড়েছে।

এদিকে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে জানুয়ারিতে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকা। ডিসেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৫ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ জানুয়ারিতে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে রাজস্ব আদায় বেড়েছে ৪ কোটি ৫৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  5. প্রিমিয়ার ব্যাংক
  6. সিঙ্গার বিডি
  7. বাংলাদেশ শিপিং করপোরেশন
  8. পাওয়ার গ্রিড
  9. বারাকা পাওয়ার
  10. বার্জার্স পেইন্টস লিমিটেড।

শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনে বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেক কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৬ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৮৮৯ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.০২পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৪টির। আর দর অপরিবর্তিত আছে ২৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার ব্যাংক, সিঙ্গার বিডি, বাংলাদেশ শিপিং করপোরেশন , পাওয়ার গ্রিড, বারাকা পাওয়ার ও বার্জার্স পেইন্টস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭৭৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ১৪ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৬ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এমারেল্ড ওয়েলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

emarold-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

যুক্তরাজ্যে বিনিয়োগ করবে না নিশান

nissainস্টকমার্কেবিডি ডেস্ক :

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান রবিবার জাানিয়েছে, তারা ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বে প্রতিষ্ঠিত তাদের কারখানায় এক্স-ট্রেইল এসইউভি গাড়ি তৈরীর পরিকল্পনা বাতিল করেছে। সরকারের পক্ষ থেকে ব্রেক্সিট বিষয়ে আশ্বাস দেয়া সত্ত্বেও তারা সেখানে বিনিয়োগের পরিকল্পনা বাতিল করলো। খবর এএফপি’র।

এক বিবৃতিতে নিশানের ইউরোপ বিষয়ক চেয়ারম্যান জিয়ানলুকা ডি ফিচি বলেন, ‘ইইউ’র সাথে যুক্তরাজ্যের ভবিষ্যত সম্পর্কের অব্যাহত অনিশ্চয়তা আমাদের পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে কোম্পানির জন্য সহায়ক না হওয়ায় ব্যবসায়িক স্বার্থে আমরা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা উপলব্ধি করছি যে এই সিদ্ধান্ত আমাদের ইউকে দল ও অংশীদারদের অসন্তুষ্ট করবে। সান্ডারল্যান্ডে থাকা আমাদের কর্মীদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

বিখ্যাত এ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ২০১৬ সালে জানিয়েছিল, সান্ডারল্যান্ডে এ কোম্পানির কারখানায় তারা এ মডেলের গাড়ি তৈরীর পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু তারা এখন জাপানের কিউশুতে নিশানের আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্রে গাড়ি প্রস্তুতের পরিবর্তে অ্যাসেম্বল করবে।

কোম্পানিটি জানায়, তারা ব্রিটিশ কারখানা থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রেক্সিটজনিত জটিলতা এড়াতেই তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এসডিজি অর্জনে বাংলাদেশ ভাল করছে : প্রতিবেদন

sdg1স্টকমার্কেবিডি ডেস্ক :

এসডিজি অর্জনের বিষয়টি বিদেশী সহায়তাসহ সম্পদের প্রাপ্যতার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভাল করছে এবং বহু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) টার্গেট অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। আজ প্রকাশিত সাসটেইনেবল ডেভেল্পমেন্ট গোল্স : বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট ২০১৮-এ কথা বলা হয়।

শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘এসডিজির ১৬৯টি লক্ষ্যের মধ্যে ৪১ অর্জনের জন্য আন্তর্জাতিক সাহায্য-সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। সভাপতিত্ব করেন প্লানিং কমিশনের জেনারেল ইকোনমিক বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান ও জাতিসংঘ আবাসিক সমন্বয়ক মিয়া সিপ্পো।
পরে তারা অনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের মাধ্যমে গ্রোগ্রেস রিপোর্ট প্রকাশ করেন।

রিপোর্টে বলা হয়Ñ এসডিজি ২০৩০-এর ন্যায় ব্যাপক ও সার্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে পর্যাপ্ত ও সময়োচিত আন্তর্জাতিক সহায়তা দিতে হবে।
ড. মশিউর রহমান- বর্তমানে পাইলাইনে থাকা ব্যাপক বিদেশী সহায়তার আরো বেশি ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি কাজ বাস্তবায়নকারী সংস্থাসমূহের ব্যবহার সক্ষমতা আরো বাড়ানোর ওপরও জোর দেন।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এসডিজি’র বহু লক্ষ্য অর্জনে বাংলাদেশ ভাল করলেও তৃপ্তির কোন সুযোগ নেই। এসডিজিসমূহ অর্জনে আমাদেরকে বহু দূর যেতে হবে।’ তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে আরো পরিকল্পিত কার্যক্রম গ্রহণে এই প্রতিবেদন সুযোগ করে দেবে।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন- এই ধরনের প্রতিবেদন ডাটা তৈরির চাহিদা সৃষ্টি করে এবং সীমাবদ্ধতা ও বর্তমান প্রবণতা কি তা ধরিয়ে দেয়। গত তিন বছরে এসডিজি ব্যাপারে কতিপয় ইতিবাচক উন্নয়ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের চমৎকার ক্ষেত্র রয়েছে।
প্রধানমন্ত্রী মুখ্যসচিব মো. নজিবুর রহমান বলেন, বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বঙ্গবন্ধু সেতুর ৪,৯৮৮ কোটি টাকার টোল আদায় : ওবায়দুল কাদের

obaidul-quader-sm-en20170615130453স্টকমার্কেবিডি ডেস্ক :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ২২ বছরে টোল আদায় হয়েছে ৪ হাজার ৯৮৮ কোটি ৩৭ লাখ টাকা।

সোমবার সংসদে সরকারি দলের মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৯৮ সালে সমাপ্ত এ সেতুর নির্মাণ ব্যয় হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।

আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সেতু কর্তৃপক্ষের অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের পর এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়ে থাকে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় এমুরটাইজেশন সিডিউল অনুযায়ী উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ থেকে গৃহীত ঋণ সেতু থেকে আদায়কৃত টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে।

তিনি বলেন, বছর ওয়ারি টোল আদায়ের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে (ডিসেম্বর ২০১৮) পর্যন্ত ২৮৪ কোটি ৮২ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৫৪৩ কোটি ৮০ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩৫১ কোটি ১৪ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ৩২৫ কোটি ৩৮ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩২৭ কোটি ৯৮ লাখ টাকা এবং ২০১১-১২ অর্থবছরে ৩০৬ কোটি ২৩ লাখ টাকা রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, এছাড়া ২০১০-১১ অর্থবছরে ২৬৯ কোটি ১০ লাখ টাকা, ২০০৯-১০ অর্থবছরে ২৪২ কোটি ৯৯ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ২১৪ কোটি ৪২ লাখ টাকা, ২০০৭-০৮ অর্থবছরে ২০১ কোটি ৯৬ লাখ টাকা এবং ২০০৬-০৭ অর্থবছরে ১৭৩ কোটি ৭৬ লাখ টাকা, ২০০৫-০৬ অর্থবছরে ১৫৭ কোটি ৯৭ লাখ টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ১৫২ কোটি টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ১৩১ কোটি ৮ লাখ টাকা এবং ২০০২-০৩ অর্থবছরে ১০৮ কোটি ৭২ লাখ টাকা আদায় হয়েছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সোনালী আঁশের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

Sonali_Aanshস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের সোনালী আঁশ লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল পলিমারের ঋণমান ‘এ+’ এবং ‘এসটি-২’

nationalস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম