1. মুন্নু সিরামিকস
  2. সিঙ্গার বিডি
  3. ইউনাইটেড পাওয়ার
  4. আলিফ ইন্ডাস্ট্রিজ
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. ব্র্যাক ব্যাংক
  8. ফরচুন সুজ
  9. ডাচ-বাংলা ব্যাংক
  10. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারবাজারে সূচক ও লেনদেনের সামান্য পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও সামান্য কমে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৭৫ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৬পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮০টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফরচুন সুজ, ডাচ-বাংলা ব্যাংক ও এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪১৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পাটশিল্প আবারও লাভের মুখ দেখবে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, পাটশিল্প আবারও লাভের মুখ দেখবে। এছাড়া কৃষি ও রফতানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেয়ারও ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পাটকে আমরা আরও কীভাবে কাজে লাগাতে পারি সবসময় এটিই চেষ্টা করে যাচ্ছি।

এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতিমধ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ আমরা পাস করেছি। পাট এমন একটি পণ্য, যার কিছুই ফেলা যায় না, সেটি কেন লোকসান হবে। আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কীভাবে করা যায়, কীভাবে করতে হবে- সেটি দেখতে হবে।

এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়িয়ে এ শিল্পকে লাভজনক করতে উন্নত গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ড্রাগন সোয়েটারের ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেডের একজন পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোস্তফা কামরুস সোবহান নামে এই উদ্দোক্তা কোম্পানিটির ১০ লাখ শেয়ার বেচবে। তার হাতে কোম্পানিটির মোট ২,৭০,৬৭,৮২২ টি শেয়ার রয়েছে।

এই পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

পাট শিল্পে প্রণোদনা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষি ও রফতানিপণ্য হিসেবে পাট শিল্পকে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়িয়ে লাভজনক করতে উন্নত গবেষণারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বুধবার জাতীয় পাট দিবসের বক্তব্যে এ ঘোষণা দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, লোকসান নয়, যেকোনো মূল্যে পাট শিল্পকে লাভজনক করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নতুন ১০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শতভাগ কটন কাগজে ভার্নিশযুক্ত নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে। আগামী বৃহস্পতিবার ৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশ যুক্ত করে গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরসংবলিত ১৪০ মিমি X ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। এ নোটে বিদ্যমান ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের নকশা ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। এর ফলে নোটটি চকচকে অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, নোটটি কম ময়লা হবে এবং এর ওপর কলম দিয়ে লেখা কঠিন হবে। এ ছাড়া, এ নোট ব্যবহারের সময় আগের নোটের মতো খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে।

ভার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের সব বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলন থাকা ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে আগের মতোই চালু থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ১৪ মার্চ

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ মার্চ আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু সিরামিকসের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

munnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের এক করপোরেট পরিচালক ৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুন্নু ওয়েলফার ফাউন্ডেশন নামে এই করপোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ শেয়ার বিক্রি করেছে। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৩৩০টি শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নিটল ইন্স্যুরেন্সের এজিএমের দিন পরিবর্তন

nitol-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। বিমার এজিএমটি আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমার পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনিবার্যকারণ বশত এই এজিএমটি পরিবর্তন করা হবে।

এর আগে এই এজিএমের তারিখ নির্ধারণ করা হয় ৩১ মার্চ। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রিমিয়ার লিজিংয়ের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন

primiur-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

সূত্র জানায়, কোম্পানিটির প্রধান অফিস রাজধানীর বাংলামটরে হ্যাপি রহমান প্লাজা ভবনে স্থানান্তর করা হয়েছে।

গত ৩ মার্চ থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ