আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায় উন্নয়ন কেন্দ্রে লেনদেন নয়

bbস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় উন্নয়ন কেন্দ্রে কোনও ধরনের লেনদেন করা যাবে না। রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা বা বুথ স্থাপন অথবা স্থানান্তরের পাশাপাশি যেকোনও ধরনের ব্যবসায় উন্নয়ন কেন্দ্র (বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার, কাস্টমার সার্ভিস সেন্টার, কল সেন্টার ইউনিট অফিস, সেলস অফিস) কোনও ধরনের আমানত গ্রহণ বা ঋণলিজ প্রদান সংক্রান্ত কোনও আর্থিক লেনদেন করা যাবে না। তবে এলাকাভিত্তিক গ্রাহক সেবা, পরামর্শ প্রদান, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিকরণ, প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়নসহ সরাসরি অর্থায়ন ব্যবসা নয়, এমন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার বা যেকোনও অফিস স্থাপনের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ নির্দিষ্ট ছকে বাংলাদেশ ব্যাংকের কাছে আগেই অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্রেক্সিট ইস্যুতে আরেকটি গণভোট সম্ভব: ব্রিটিশ অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্রেক্সিট কার্যকর নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে এ ইস্যুতে নতুন করে আরেকটি গণভোট আয়োজনের কথা বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। ব্রেক্সিটের প্রতিবাদে লন্ডনে লাখো মানুষের সমাবেশের একদিনের মাথায় রবিবার নিজের এমন অবস্থানের কথা জানালেন থেরেসা মে-র মন্ত্রিসভার এই প্রভাবশালী সদস্য। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
এর আগে দুই দফা থেরেসা মে-এর প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি নাকচ করে দেয় দেশটির পার্লামেন্ট। রবিবার স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপ হ্যামন্ড বলেন, আমি নিশ্চিত নই যে, পার্লামেন্টে দ্বিতীয় আরেকটি গণভোটের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কি-না। কিন্তু এটি পুরোপুরিভাবে একটি যৌক্তিক প্রস্তাব। এট বিবেচনার যোগ্য।

এদিকে ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের দাবিতে শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে মিছিল নিয়ে সমবেত হন লাখ লাখ মানুষ। তাদের এ ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ‘পুট ইট টু দ্য পিপল’। আয়োজকরা বলছেন, পার্লামেন্টের সামনে সমাবেশ শুরুর আগে বিক্ষোভে যোগ দেন ১০ লাখেরও বেশি ব্রিটিশ নাগরিক। যে কোনও ব্রেক্সিট চুক্তির জন্যও গণভোটের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির উপনেতা টম ওয়াটসন, স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জন, লন্ডনের মেয়র সাদিক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ প্রমুখ। নতুন ব্রেক্সিট গণভোটকে জনগণের মধ্যে সৃষ্ট বিভক্তি নিরসনের পথ বলে মনে করেছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/

এবার ভুটান-শ্রীলঙ্কার সঙ্গেও নৌবাণিজ্য

govস্টকমার্কেটবিডি ডেস্ক :

এবার দক্ষিণ এশিয়ার আরো দুটি দেশ ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গেও জাহাজ চলাচলের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জাহাজ চলাচলের বিষয়ে বাংলাদেশের মতো ভুটান ও শ্রীলঙ্কাও বেশ আগ্রহ দেখিয়েছে।

দুই দেশের সঙ্গে আগেই সমঝোতা স্মারক করা আছে। এখন অপেক্ষা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর (এসওপি) সই। সব ঠিক থাকলে এ বছরেই দুই দেশের সঙ্গে জাহাজ চলাচল শুরু হবে। অবশ্য ভারতের সঙ্গে প্রথমে যেভাবে যাত্রীবাহী জাহাজ দিয়ে যাত্রা শুরু হচ্ছে, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে হবে সম্পূর্ণ ভিন্ন। ওই দুই দেশের সঙ্গে প্রথমে চলবে কার্গো জাহাজ। যাত্রীদের চাহিদা বিবেচনায় নিয়ে পরে যাত্রীবাহী জাহাজ ছাড়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে কার্গো জাহাজ চালু করতে বাংলাদেশের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। ওই দুই দেশের ব্যবসায়ীদেরও জাহাজ চালুর বিষয়ে আগ্রহ আছে।
কর্মকর্তারা বলছেন, দুই দেশের সঙ্গে কার্গো জাহাজ চালু হলে পণ্য আনা-নেওয়া সহজ হবে। পণ্য পরিবহনে খরচ কমে যাবে। একই সঙ্গে সময়ও বাঁচবে।

নৌসচিব আবদুস সামাদ বলেন, ‘ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে আমাদের জাহাজ চলাচলের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। দুই দেশের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। এখন এসওপি সই হবে। আশা করছি, এ বছরই জাহাজ চলাচল চালু করা সম্ভব হবে। ’

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাহাজ চলাচলে রুট নির্ধারণে আজ ভুটানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। প্রতিনিধিদলে সে দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছে। বিআইডাব্লিউটিসির সহযোগিতায় আগামী ৩১ মার্চ প্রতিনিধিদল রুট নির্ধারণে নামবে। এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকেও বসবে। দুই দেশের সম্মতিতেই এসওপি সই হবে। দেশটি বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করতে চায়। এতে করে সে দেশের ব্যবসায়ীদের খরচ কমে আসবে।

অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গেও নৌ প্রটোকল চুক্তির বিষয়ে চিঠি চালাচালি চলছে দুই দেশের মধ্যে। এরই মধ্যে একবার খসড়া পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। তাতে কিছু বিষয়ে দেশটি তাদের মতামত জানিয়েছে। ওই সব মতামত সংযোজন করে শিগগিরই ওই খসড়া আবার পাঠানো হবে। দুই দেশ সম্মত হলে এ বছরই এসওপি সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, বাংলাদেশের সঙ্গে ভারতের নৌ প্রটোকল নিয়ে সমঝোতা স্মারক সই হয় চার বছর আগে ২০১৫ সালে। এরও তিন বছর পর গত বছর ২৫ অক্টোবর দুই দেশের মধ্যে এসওপি সই হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ চলাচল শুরু হচ্ছে। আগামী ২৯ মার্চ ঢাকা-কলকাতা-ঢাকা রুটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এমভি মধুমতী। ভারতের মধ্যে অন্য দুই দেশের সঙ্গেও বাংলাদেশের নৌ প্রটোকল নিয়ে সমঝোতা স্মারক সই হয়ে আছে ২০১৬ সালে। অবশ্য এখনো এসওপি সই হয়নি। সরকারের নীতিনির্ধারকরা বলছেন, দুই দেশের সঙ্গে এসওপিতে সই করা চূড়ান্ত পর্যায়ে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভুটান সফরে যান, তখন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে আমরা প্রথমে কার্গো জাহাজ চালু করব। পরবর্তী সময়ে যদি যাত্রীরা আগ্রহ দেখায়, তখন যাত্রীবাহী জাহাজ চালু হবে। তবে এই সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ এত লম্বা সময়ে কেউ জাহাজে করে ওই দুই দেশে যেতে চাইবে না। তার ওপর বঙ্গোপসাগর। ভারতে জাহাজে করে একজন যাত্রী যেতে যতটা আগ্রহ দেখাবে, অন্য দুই দেশের ক্ষেত্রে তা ক্ষীণ। তিনি বলেন, যদি দুই দেশের সঙ্গে কার্গো জাহাজ চালু করা সম্ভব হয়, তাহলে সময় ও খরচ দুটিই কমে আসবে। ’

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাশেম খান কালের কণ্ঠকে বলেন, ‘পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে যত ধরনের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সংযোজন ঘটবে, ততই আমাদের জন্য মঙ্গলজনক। কারণ আমরা চাই, আমাদের পণ্যটি যাতে দ্রুত যেতে পারে। এক দিন আগে যদি আমার একটি পণ্য পৌঁছে যায়, সেটি আমাদের জন্য লাভজনক। শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে যদি আমাদের কার্গো জাহাজ চলাচল শুরু হয়, ব্যবসায়ীরা লাভবান হবে ঠিকই, তবে এখানে ভারতের অবস্থানও দেখতে হবে। কারণ ভুটানে কোনো পণ্য রপ্তানির আগে অবশ্যই ভারত হয়ে যেতে হবে। তাই তাদের মনোভাব জানাও জরুরি। ’

স্টকমার্কেটবিডি.কম/

নিউ লাইন ক্লোথিংসের আইপিও লটারির ফল প্রকাশ

new lineস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া নিউ লাইন ক্লোথিংস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ফল প্রকাশ হয়েছে।

আজ সকাল ১০ টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই লটারি ড্র শুরু হয়।

কোম্পানিটির আইপিওতে ১৮ থেকে ৩ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

আইপিও লটারির ফলাফল জানতে ক্লিক করুন……

সাধারণ বিনিয়োগকারী:

ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারী:

প্রবাসী বিনিয়োগকারী

ট্রেক হোল্ডার/মার্চেন্ট ব্যাংকের তালিকা

ইলিজিবল ইনভেস্টর (প্রো-রাটা অ্যালটমেন্ট)

 

উল্লেখ, নিউ লাইন ক্লোথিংস আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা এবং সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২০ টাকা ৫২ পয়সা।

বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে।

স্টকমার্কেটবিডি.কম/

সিলকো ফার্মার আইপিও লাটারি ড্রয়ের দিন ও ভেণ্যু নির্ধারণ

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারে থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) লাটারি ড্রয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানির আইপিও লটারীর ড্র আগামী ১০ এপ্রিল, বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করে কোম্পানিটি কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারী ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪১ পয়সা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ওয়েটেড এভারেজ ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে যৌথভাবে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

  1. ব্র্যাক ব্যাংক
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ডাচ বাংলা ব্যাংক
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. বিএটিবিসি
  6. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  7. মুন্নু সিরামিকস
  8. জেএমআই সিরিঞ্জ
  9. ন্যাশনাল পলিমার
  10. লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

সিএসইতে লেনদেন বাড়লেও ডিএসইতে কম

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৪ কোটি টাকা। এদিন দিনশেষে সেখানে সবগুলো সূচক কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার  ডিএসইতে লেনদেন হয় ৪৯০ কোটি ৯৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক  ২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ডাচ বাংলা ব্যাংক, গ্রামীনফোন লিমিটেড, বিএটিবিসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল পলিমার ও লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৮৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার  লেনদেন হয়েছে ৯ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীনফোন লিমিটেড ও ব্র্যাক বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

হামিদ ফেব্রিকসের শেয়ার বিক্রির ঘোষণা

hamid-fabrics-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: আব্দুল্লাহ হাসান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির সব শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ৮৩ হাজার ৪৬৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

নর্দার্ণ জুটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা  জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে নর্দাণ জুট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১ ৫ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

এ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) হয়েছে ৫.১৭ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২.৮৭ টাকা।

আগামী ৩০ এপ্রিল ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এ