1. বিএটিবিসি
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ব্র্যাক ব্যাংক
  4. ডাচ-বাংলা ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. মুন্নু সিরামিকস
  7. সিঙ্গার বিডি
  8. ম্যারিকো বিডি
  9. প্রিমিয়ার ব্যাংক
  10. রেকিট বেনকাইজার লিমিটেড।

লেনদেন কমলেও বেড়েছে সূচক ও শেয়ারের দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৮০ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৭৬ কোটি ৬৭ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৫ পয়েন্টে।

গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮১টির। আর দর অপরিবর্তিত আছে ৩২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ম্যারিকো বিডি, প্রিমিয়ার ব্যাংক ও রেকিট বেনকাইজার লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২‌১১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৯ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কপারটেক ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন গ্রহণ শুরু ৩১ মার্চ

copertecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামী ৩১ মার্চ শুরু হবে । বিনিয়োগকারীরা এই আবেদন করতে পারবে ৯ এপ্রিল পর্যন্ত।

আইপিও আবেদনের জন্য ৫০০ শেয়ারের দর হিসাবে ৫০০০ টাকা করে জমা দিতে হবে।

গত ২৭ ডিসেম্বর কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহণের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

বলা হয়, সভায় কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ কোম্পানিটি প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন ও সিভিল ওয়ার্ক খাত, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভিপিএস রিভ্যালুয়েশন ছাড়া) দাঁড়িয়েছে ১২ দশমিক ০৬ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৬০ টাকা ও ডায়লুটেড শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৩ টাকা। ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০ দশমিক ৮৭ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

বোয়িংয়ের নিরাপত্তার বিষয়টিকে ‘সর্বোচ্চ’ গুরুত্ব দেয়া হবে : সিইও

boing-20190313173224স্টকমার্কেটবিডি ডেস্ক :

বোয়িংয়ের সিইও ডেনিস মুইলেনবার্গ বোয়িং বিমানের গ্রাহক ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে সোমবার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ইথিওপিয়া এয়ারলাইনের ফ্লাইট ইটি৩০২ বিধ্বস্ত হওয়ার পর বোয়িং বিমানের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ তদন্তের প্রেক্ষাপটে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। খবর এএফপি’র।

মুইলেনবার্গ বলেন, এখন ‘বোয়িংয়ের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেককে আমাদের বিমানগুলোর নিরাপত্তা এবং নির্ভরযোগ্য ভ্রমণের একটি স্থায়ী মান নিশ্চিত করছি।’

ইথিওপিয়া এয়ারলাইনের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান দুর্ঘটনায় ১৫৭ আরোহীর সকলে নিহত হয়। মাত্র ছয় মাসেরও কম সময় আগে লায়ন এয়ারলাইনের একই ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮৯ জন প্রাণ হারায়।

অল্প সময়ের ব্যবধানে একই মডেলের দু’টি বিমান দুর্ঘটনার কবলে পড়ায় বোয়িং বিমানের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন ওঠে।

এ ব্যাপারে মুইলেনবার্গ বলেন, ‘আমাদের নকশা করা বিমানের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুরো দল নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।’ সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এ

রেনইউকজারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Renwickস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রেনইউকজার লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় রেনইউকজার লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

আশ্বাস পাওয়ায় পাটকল শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত

jutmillস্টকমার্কেটবিডি ডেস্ক :

পাটকল২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবি নেতারা চলমান আন্দোলন স্থগিত করেছেন। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে তারা কর্মসূচি স্থগিত করেন। ফলে ৯ দফা দাবিতে খুলনা, যশোর ও নারায়ণগঞ্জসহ দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলে মঙ্গলবারের (১৯ মার্চ) ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত করেছেন শ্রমিকরা।

খুলনা অঞ্চলের শ্রমিক লীগের নেতা মুরাদ হোসেন জানান,সোমবার রাত ৯টা পর্যন্ত বিজেএমসির শ্রমিক কার্যালয়ের বৈঠক ফলপ্রসু না হওয়ায় শ্রমিক নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ অবস্থায় রাত ১০টার দিকে পুনরায় বৈঠক হয় এবং সেখানে ২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস পাওয়া যায়। এ অবস্থায় ধর্মঘটসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন বলেন,দাবি আদায়ের আন্দোলন কর্মসূচির মাঝে বিজেএমসির সঙ্গে সোমবার বৈঠক হয়। বৈঠকে ২৮ মার্চের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশন বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এছাড়া বকেয়া মজুরিসহ বাকি ৮ দফা দাবি ৭ এপ্রিল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরে ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।

পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সম্পাদক জাকির হোসেন জানান, বহির্বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের পাট শিল্পকে টিকিয়ে রাখতে পাটকলে সময়মতো কাঁচাপাট ক্রয়,পুরানো মেশিনারিজে বিএমআরই,পাটপণ্যের বহুমুখী উৎপাদন ও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/এ

ম্যারিকো বিডির দর বাড়ার তথ্য নেই

maricoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ম্যারিকো বিডি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ম্যারিকো বিডি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

NHFL-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৯ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৬.২৮ টাকা।

আগামী ২মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এ

ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি, কমিটি হয়েছে: রেলমন্ত্রী

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রেনের ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে অন্যান্য যানবাহনের ভাড়ার সঙ্গে তুলনার জন্য কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার জন্য এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রাজধানীতে রেলভবনে কোরিয়ার হুন্দাই রোটেমের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অন্যান্য যানবাহনের সঙ্গে রেলওয়ের ভাড়া তুলনা করার জন্য একটি কমিটি করা হয়েছে।

রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মন্তব্য করে রেলপথ মন্ত্রী বলেন, রেলের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করা হবে। ইঞ্জিন পাওয়া শুরু হলে বিভিন্ন রুটে আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে এবং এর মাধ্যমে বেশি করে রাজস্ব পাওয়া যাবে।

রেলওয়ের চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে রেলপথ মন্ত্রী বলেন, নতুন কোচ, ইঞ্জিন দিয়ে রেলওয়ে ব্যবস্থাকে ঢেলে সাজানো যাবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে।

আজকের অনুষ্ঠানে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ ও ১৫০টি মিটারগেজ কোচ ক্রয়’ প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী এবং হুন্দাই রোটেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুয়াং উক কিম নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ২২ থেকে ২৮ মাসের মধ্যে এসব ইঞ্জিন সরবরাহ করবে হুন্দাই। ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড, কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে লোকোমোটিভগুলো কেনা হচ্ছে। এসব ইঞ্জিন কেনা হবে ৬৭৪ কোটি নয় লাখ ৭৭ হাজার ৩৮২ টাকায়।

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ১৭৮টি মিটারগেজ লোকোমোটিভ রয়েছে যার মধ্যে ১৩৯ টির অর্থনৈতিক আয়ুষ্কাল (২০ বছর হিসেবে) শেষ হয়ে গেছে। আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. কাজী রফিকুল আলম উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

ভারতে পোশাক রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : বাণিজ্যমন্ত্রী

Minister-Tipu-Munsiস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, ভারতে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়ে গেছে। তাই দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পোশাক রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।

সোমবার সচিবায়লয়ে নিজ কার্যালয়ে ঢাকায় ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিভা গাংগুলী দাসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাণিজ্য সচিবের দায়িত্বে নিযুক্ত অতিরিক্ত সচিব এস এম রেজোয়ান হোসেন, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক ভারতের বাজারে বিক্রয় করলে বাংলাদেশ লাভবান হবে। ভারতও চায় বাংলাদেশের তৈরি পণ্য সেদেশে রফতানি হোক। বাংলাদেশ সেই প্রচেষ্টা অব্যাহত রাখায় উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, বর্ডার হাট ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বর্তমানে ৪টি বর্ডার হাট চালু আছে, আরো ৬টি বর্ডার হাট স্থাপন প্রক্রিয়াধীন। উভয় দেশের মানুষের পণ্য ক্রয় সীমা বৃদ্ধির পাশাপাশি হাটের পরিধিও বাড়ানো হচ্ছে।

তিনি জানান, মিরেরসরাই এবং মোংলায় দুটি বড় ইকোনমিক জোনে ভারত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।এতে আগামীতে দ্বিপাক্ষিক বাণিজ্যে অনেক পরিবর্তন আসবে।

ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিভা গাংগুলী দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।বাংলাদেশের পণ্য ভারতের বাজারে বিক্রয় হচ্ছে। অনেক পণ্যের বেশ চাহিদা রয়েছে ভারতে। তবে বাণিজ্য ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেসব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি জানান।

তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ ভারতে ৮৭৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৮,৬১৯ দশমিক ৪০ মিলিয়ন ডলারের পণ্য। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম