২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানান, দুই ধাপে তিন বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় ব্রিটেন। বাংলাদেশে অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালানোর আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এই হাইকমিশনার। আমলাতান্ত্রিক ও পদ্ধতিগত জটিলতা এখনো বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় বাধা বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউনিক হোটেলের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ+ ও স্বল্পমেয়াদি ঋণমান এসটি-১ এসেছে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর ২০২০ সালের অনরিক্ষীত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইতে ৩১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯’ শুরু ১৭ ফেব্রুয়ারি

ক্যাপশন: মার্সেল এসির ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ এর ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের এয়ার কন্ডিশনার বা এসি কিনলে ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। আরো পাবেন বিনামূল্যে এসি ইন্সটলেশনের সুবিধা। দেশব্যাপী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু করা ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯’ এর আওতায় এই বিশেষ ক্রেতা সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে মার্সেল।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি, ২০২১) রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে ‘এসি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে জানানো হয়, বিক্রয়োত্তর সেবা কার্যক্রম সহজ, দ্রুত ও আরো উন্নত করতে অনলাইন অটোমেশনের আওতায় আনতে সারা দেশে চলেছে পরিচালিত হয়েছে ক্যাম্পেইনের আটটি সিজন। সবগুলো সিজনেই মিলেছে ব্যাপক গ্রাহক সাড়া। যার প্রেক্ষিতে ক্যাম্পেইনের সিজন ৯ শুরু করছে মার্সেল এসি। ১৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে এই ক্যাম্পেইন। চলবে ৩১ মে, ২০২১ পর্যন্ত।

এদিকে ২০২১ সাল ও ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ক্যাম্পেইনের আওতায় মার্সেল ব্র্যান্ডের ২ টন পর্যন্ত যেকোনো মডেলের এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগসহ বিনামূল্যে ইন্সটলেশন সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, ফিরোজ আলম, মফিজুর রহমান জাকির প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালীন মার্সেল এসি কেনার পরপরই ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং এসির মডেল নাম্বার নির্দিষ্ট সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও সারা দেশে বিস্তৃত মার্সেলের ৭৬টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহকেরা। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন।

এসিতে ১ বছরের রিপ্লেসমন্ট সুবিধার পাশাপাশি কম্পেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে মার্সেল। এছাড়া প্রতি ১০০ দিন পর পর ফ্রি সার্ভিসিং পাচ্ছেন গ্রাহকরা। এদিকে সারা দেশে চলছে মার্সেলের ‘এসি এক্সচেঞ্জ’ ক্যাম্পেইন। এর আওতায় গ্রাহকেরা যেকোনো ব্র্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে মার্সেলের যেকোনো মডেলের নতুন এসি ২৫ শতাংশ ছাড়ে কিনতে পারছেন।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছর ‘ডায়মন্ড’ সিরিজে সুপার সেভার মডেলের নতুন স্মার্ট এসি বাজারে ছেড়েছে মার্সেল। নতুন মডেলের এই স্মার্ট এসিতে ইকো মুডে ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় মাত্র ২ টাকা ৮৮ পয়সা। যা কিনা বুয়েট কর্তৃক সার্টিফাইড। এই স্মার্ট এসির আয়োনাইজার ফিচার রুমকে রাখবে ধূলাবালি, ব্যাকটেরিয়া ও ভাইরাসমুক্ত। রিমোট কন্ট্রোল ছাড়াই অ্যাপের সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে এই এসির শীতাতপ কমানো, বাড়ানো, বন্ধ বা চালু করা যায়। মার্সেলের আওটি বেজড এই স্মার্ট এসিতে সহজেই জানা যাবে, প্রতিদিন বা মাসিক বিদ্যুৎ বিল কত আসছে? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে?

স্টকমার্কেটবিডি.কম/এম

 

 

আমান ফিডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড মিল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যায় ৭টায় রাজধানীর উত্তরায় কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৬ বছর পরে মৃত উদ্দ্যোক্তার শেয়ার হস্থান্তর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এনসিসি ব্যাংকের মৃত উদ্দ্যোক্তার শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্দ্যোক্তা মাহবুবুল আলম তারা ৯,৪৮,৬৪০টি শেয়ার হস্তান্তর করবেন। তিনি ২০১৪ সালে ২ জুন মারা যান। এই উদ্দ্যোক্তার মৃত্যুর ৬ বছর ১০ মাস পরে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়ে ব্যাংকটি।

নমিনী হিসাবে এসব শেয়ারের মালিকানা হবেন তার স্ত্রী মিসেস বিলকিস বেগম ।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইষ্ট নিটিংয়ের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ- ও স্বল্পমেয়াদি ঋণমান এসটি-২ এসেছে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর ২০২০ সালের অনরিক্ষীত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বিডি ফাইন্যান্সের বোর্ড সভা ১৭ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ডে আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

বিডি ফাইন্যান্সের বোর্ড সভাটি গত ১৩ ফেব্রুয়ারি আহবান করা হয়েছিল। পরে তা স্থগিত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/