ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা ৪টায় রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

ইপিজেডে ৪২ কোটি টাকা বিনিয়োগ করবে শাশা গার্মেন্টস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শাশা গার্মেন্টস লিমিটেড পোশাক শিল্প খাতে ৪২ কোটি টাকা ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। কোম্পানিটি ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এই বিনিয়োগ করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

ইতিমধ্যে বিইপিজেড এর সাথে শাশা গার্মেন্টস লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসময় বিইপিজেড এর চেয়ারম্যান মেজর জেনারেল মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

চুক্তিটিতে বিইপিজেড এর সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) মাহমুদুল হোসেন খান ও শাশা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ স্বাক্ষর করেন।

এই বিনিয়োগে কোম্পানিটির কারখানায় প্রতিবছর ৬৭ লাখ ৫০ হাজার মেনস প্যান্টস, ওমেনস প্যান্টস, বয়েজ প্যান্টস ও জ্যাকেট উৎপাদন হবে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিইপিজেড ও কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাকটিভ ফাইনের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ মার্চ আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

আরও ৩৫ প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টন চাল আমদানির অনুমতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার আরও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার মেট্রিক টন ভাঙ্গা চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (২২ মার্চ) অনুমতির এই চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ মার্চ ১৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টন ভাঙা চাল আমদানির অনুমতি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয় প্রথম ধাপে বিভিন্ন শর্তে বেসরকারি পর্যায়ে সর্বমোট ৩২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১০ লাখ ২০ হাজার টনের মতো সেদ্ধ চাল আমদানির অনুমতি দেয়। কিন্তু বেশিরভাগ চাল এখনও বাজারে আসেনি। এর মধ্যে যারা ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলতে ব্যর্থ হয়েছিল, তাদের চাল আমদানির অনুমতি বাতিল করে খাদ্য মন্ত্রণালয়। আর বাকিদের বরাদ্দের চাল আমদানির করে বাজারজাতের সময় বেধে দেয়া হয়েছে আগামী ২৫ মার্চ পর্যন্ত। এখন নতুন করে আবার আমদানির জন্য বরাদ্দ দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়।

নতুন করে ৫৩ হাজার টন ভাঙা চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেয়া হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, আগামী ৩০ মার্চের মধ্যে এলসি খুলতে হবে। এলসি খোলা সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে।

এছাড়া, বরাদ্দে অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি বা ইস্যু করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করে বাজারজাত করা যাবে না। প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এসি খুলতে না পারলে বরাদ্দ আদেশ বাতিল বলে গণ্য হবে বলে শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাকটিভ ফাইনের বাৎসরিক বোর্ড সভা পুনঃনির্ধারিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩১ মার্চ পুনঃনির্ধারিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বোর্ড সভাটি গত ২৪ নভেম্বর,২০২০ এ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে বোর্ড সভাটি স্থগিত করা হয়েছিল। বোর্ড সভাটি পুনঃনির্ধারিত করা হয়েছে।

এছাড়া ৩১ মার্চ বেলা ৩টায় রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হব

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

দুই ব্রোকার হাউজকে সতর্ক বার্তা প্রদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন নিয়ম লঙ্ঘনের কারণে দুইটি ব্রোকারেজ হাউজকে সতর্ক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এতথ্য জানা যায়।

বিএসইসি এর মাসিক রিপোর্ট অনুযায়ী ব্রোকারেজ হাউজ গুলো হল- বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড এবং ডিএমআর সিকিউরিটিজ সার্ভিস লিমিটেড।

ভবিষ্যতে সকল সিকিউরিটিজ সম্পর্কিত আইনসমূহ মেনে চলার জন্য নিশ্চিত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/