রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ২৩ মে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দা‌খিলের তারিখ পিছিয়েছে।

বুধবার (৩১ মার্চ) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে এদিন সিআইডির তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আগামী ২৩ মে প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করেন। পরদিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

সেই থেকে চার বছরে ৪৫ বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

স্টকমার্কেটবিডি.কম/

লংকাবাংলা ফাইন্যান্স স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী ১ এপ্রিল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৪ এপ্রিল কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১ এপ্রিল, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ৪ এপ্রিল, রবিবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী ১ এপ্রিল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৪ এপ্রিল ব্যাংকটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। ব্যাংকটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল।

রেকর্ড ডেটের কারণে ওইদিন ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ালটনের এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যিকভাবে ব্যবহৃত ক্যাসেট ও সিলিং টাইপ এয়ার কন্ডিশনার বা এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা ঘোষণা দিলো ওয়ালটন। অফিস, স্কুল-কলেজ, হাসপাতাল, মসজিদ-মাদ্রাসা ইত্যাদি বাণিজ্যিক স্থাপনায় ব্যবহৃত ক্যাসেট ও সিলিং টাইপ এসিতে বাংলাদেশে ওয়ালটনই প্রথম রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দিচ্ছে।

রিপ্লেসমেন্ট সুবিধা ছাড়াও ওয়ালটনের কর্মাশিয়াল এসির কম্প্রেসরে ঘোষণা করা হয়েছে ৫ বছরের গ্যারান্টি সুবিধা। আগে এই গ্যারান্টির মেয়াদ ছিলো ৩ বছর।

গত শনিবার (২৭ মার্চ, ২০২১) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে কমার্শিয়াল এসির ক্ষেত্রে এসব সুবিধা ঘোষণা করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন এসির সিইও তানভীর রহমান, করপোরেট সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া, এসির চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ বিশ্বাস, গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম, এসি সেলস মনিটরিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জাহিদুল ইসলাম প্রমুখ।

ওয়ালটন এসির সিইও তানভীর রহমান জানান, গ্রাহকদের হাতে সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ বিক্রয়োত্তর ও ক্রেতা সুবিধা প্রদানের প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছে ওয়ালটন। তাই ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা হচ্ছে। সর্বোচ্চ গুণগতমানের এই আত্মবিশ্বাসেই ওয়ালটনের ক্যাসেট ও সিলিং টাইপ কর্মাশিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে ৫ বছরের গ্যারান্টি ঘোষণা করা হয়েছে। সারা দেশে বিস্তৃত ওয়ালটন সেলস নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যের কর্মাশিয়াল এসি। নগদ মূল্যের পাশাপাশি রয়েছে সহজ কিস্তিতে কেনার সুযোগ।

ওয়ালটন এসি আরএন্ডডি বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ওয়ালটনের বৃহৎ ও শক্তিশালী আরএন্ডডি টিমের প্রকৌশলীরা এসিতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করছেন প্রতিনিয়ত। সর্বোচ্চ গুণগতমান, দীর্ঘস্থায়িত্ব ও কুলিং পারফরমেন্স নিশ্চিত করতে ওয়ালটনের ক্যাসেট ও সিলিং টাইপ কর্মাশিয়াল এসিতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোফিলিক গোল্ডেন ফিন কনডেনসার। রয়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও অধিক শক্তিশালী স্ক্রল টাইপ কম্প্রেসর। যাতে ব্যবহৃত হচ্ছে সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৪১০এ রেফ্রিজারেন্ট। মূলত, এসব কারণেই ওয়ালটন এসিতে টেকসই ও দীর্ঘস্থায়ী কুলিং পারফরমেন্সের নিশ্চয়তা প্রদান করা সম্ভব হচ্ছে।

এসির সিওও প্রকৌশলী সন্দ্বীপ বিশ্বাস জানান, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, কনফারেন্স হলের মতো মাঝারি স্থাপনার জন্য ৪ ও ৫ টনের ক্যাসেট এবং সিলিং টাইপ এসি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। শিগগিরই একই টাইপের ২ ও ৩ টনের এসি উৎপাদন শুরু করা হবে। এছাড়া বড় স্থাপনার জন্যও ওয়ালটনের রয়েছে ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং চিলার। যদিও আবাসিক ব্যবহারের জন্য রয়েছে অসংখ্য মডেলের ১, ১.৫ ও ২ টনের স্পিøট টাইপ এসি। এসব এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি দেয়া হচ্ছে।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্ট। ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা প্রতি ১০০ দিন পর পর এসির ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন। #

ক্যাপশন: ওয়ালটন ক্যাসেট ও সিলিং টাইপ কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট এবং কম্প্রেসরে ৫ বছরের গ্যারান্টি সুবিধা ঘোষণা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/

ডাচ-বাংলা ব্যাংক ৩য় সাবঅর্ডিনেটেড বন্ড পাঠিয়েছে সিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বন্ড খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ডের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৩১ মার্চ বুধবার এই কোম্পানির বন্ড আইপিও শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপিতে তাদের বিও হিসাব দেখতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

আইসিবি ইসলামিক ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, এদিন বেলা ৩টায় রাজধানীর কাওরান বাজারে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। এছাড়া পূর্বে ব্যাংকটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংকের ১ম নারী এমডি হচ্ছেন হুমায়রা আজম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়রা আজমকে এমডি হিসেবে বেছে নিয়েছে বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন হলে তিনিই হবেন দেশের প্রথম কোনো বেসরকারি ব্যাংকের নারী এমডি। এর আগে হুমায়রা আজম প্রথম নারী এমডি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির দায়িত্ব পালন করেন। ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গতকাল সোমবার তাঁর নিয়োগ অনুমোদন হয়।

জানা যায়, হুমায়রা আজম ক্যারিয়ারে দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৮৯ সালে পড়াশোনা শেষ করে ১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৯৬ সালে এইচএসবিসি বাংলাদেশে যোগদান করেন। এইচএসবিসি থেকে ২০০২ সালে যান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। ২০০৯ সালের এপ্রিলে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির এমডি হিসেবে দায়িত্ব নেন। সে সময় সমস্যায় থাকা প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হন তিনি।

২০১২ সালের জানুয়ারিতে ব্যাংক এশিয়ায় যোগ দেন প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা হিসেবে। ২০১৮ সালের মার্চে ট্রাস্ট ব্যাংকে প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা ও অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব নেন।

চাকরি জীবনে হুমায়রা আজম যেমন অনেক কোম্পানিকে ঘুরে দাঁড় করাতে সহায়তা করেন, আবার অনেক ব্যাংকের নতুন ব্যবসাও তাঁর হাতে শুরু হয়। হুমায়রা আজম এখন ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি ব্যাংকটির এমডি (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন হলে হুমায়রা আজমই হবেন দেশের বেসরকারি খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের প্রথম নারী এমডি। এর আগে অনেক ব্যাংকে এমডি পদে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে নারী কর্মকর্তারা ছিলেন। তবে পূর্ণাঙ্গ নারী এমডি কখনো পায়নি বেসরকারি কোনো ব্যাংক।

এর আগে সরকারি ব্যাংক খাতে প্রথম নারী এমডি পায় প্রবাসীকল্যাণ ব্যাংক। ব্যাংকটিতে এমডি হয়েছিলেন মাহ্তাব জাবিন।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৩১ মার্চ) বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭২.৬৪ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩০০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ১৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করে ১২০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করে ২০০৬ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৫৩.৯৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ২৩ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১১৬টি শেয়ারের মধ্যে ১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮৯টি কোম্পানির দর, আর ১৭টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

লভ্যাংশ কমপ্লায়েন্স ৪ কোম্পানির রিপোর্ট জমা দেয়নি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রেগুলেশন-২৯ অনুযায়ী লভ্যাংশ কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও আরএসআরএম স্টিল লিমিটেড।

লভ্যাংশ কমপ্লায়েন্সের রিপোর্ট পাঠানোর জন্য ডিএসই কোম্পানিগুলোকে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠির জবাব দিতে ব্যর্থ হয়েছে এই চার কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/