ব্র্যাক ব্যাংকের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্যাংকটির চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ০.৯৩ টাকা। গত বছর এ সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ০.৬৬ টাকা।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬.২৪ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ৩১.৩৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

 

এবি ব্যাংকের পারপেচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

এটি একটি নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট আনসিকিউর এবং পার্পেচুয়াল বন্ড।

ব্যাংকটির বন্ড ছাড়ার এই সিদ্ধান্তটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ইসলামী ইন্স্যুরেন্সের ১০% বোনাস লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫.৮৯ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৮ আগষ্ট। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড গত বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩১ ডিসেম্বর সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ সময় ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় কনসোলিডেটেড ইপিএস হয়েছে ২.৯৩ টাকা। একই সময় ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮.৯১ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ জুন ।

স্টকমার্কেটবিডি.কম/রিমা