নতুন ব্যবসায় বিনিয়োগ করবে জেনেক্স ইনফোসিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের নতুন একটি ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জেনেক্স ইনফ্রাস্টাক্চার লিমিটেড নামে একটি কোম্পানিতে বিনিয়োগ করবে তারা। এই কোম্পানির ৭৫ শতাংশ শেয়ারের মালিক জেনেক্স ইনফোসিস। নতুন এই কোম্পানির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ১ কোটি টাকা।

জেনেক্স ইনফ্রাস্টাক্চার লিমিটেড কোম্পানিটি টেলিকম কাঠামো উন্নয়নে ও সম্প্রসারণে কাজ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

রিপাবলিক ইন্স্যুরেন্সের বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৬ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬.১৮ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।

স্টকমার্কেটবিডি.কম/রিমা