দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১০২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবিসি ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড ৪৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে ৪৭ কোটি ৪৭ লাখ, ইফাদ অটোসের ৪৩ কোটি ৮৫ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৪৩ কোটি ৬৫ লাখ, বিডি ফাইন্যান্সের ৪২ কোটি ৬৫ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ৪১ কোটি ৭ লাখ, ন্যাশনাল ফিড মিলের ৪০ কোটি ৩৭ লাখ ও এবি ব্যাংক লিমিটেডের ৩৯ কোটি ৭০ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

  1. বেক্সিমকো লিমিটেড
  2. এনআরবিসি ব্যাংক
  3. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  4. গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
  5. ইফাদ অটোস
  6. নর্দার্ণ ইন্স্যুরেন্স
  7. বিডি ফাইন্যান্স
  8. লংকা বাংলা ফাইন্যান্স
  9. ন্যাশনাল ফিড মিল
  10. এবি ব্যাংক লিমিটেড।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান ও পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৯৯৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৯০০ কোটি ৫০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৩৬ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির, আর দর অপরিবর্তিত আছে ৬৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, লংকা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিল ও এবি ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৬৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও জিবিবি পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

মে মাসে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে এবার রেকর্ড পরিমাণ ২ দশমিক শূন্য ৭৬ বিলিয়ন বা ২০৭ কোটি ৬০ লাখ ডলার মে মাসে দেশে এসেছে প্রবাসী আয় থেকে। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

করোনা মহামারীতেও যা প্রতি ডলার ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৮৫৩ কোটি ৬ লাখ টাকা। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ২২ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছর জুলাই থেকে এবার মে মাসে রেমিট্যান্স এসেছে ১৬ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে, ২০১৯ সালের জুলাই মাস থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দুই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ সরকার। অর্থাৎ কোনো প্রবাসী এক লাখ টাকা দেশে পাঠালে এর সঙ্গে আরও দুই হাজার টাকা যোগ করে মোট এক লাখ দুই হাজার টাকা পাচ্ছেন তারা।

এছাড়াও বিভিন্ন ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো প্রণোদনার সঙ্গে বাড়তি আরও এক শতাংশ অর্থ অফার দিচ্ছে। এতে করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

স্টকমার্কেটবিডি.কম/

আলহাজ টেক্সটাইলের কারখানা দুই বছর পরে চালু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড দীর্ঘ দুই বছর পরে কারখানা চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা বোর্ডের ৪৪৬তম সভায় এই কারখানাটি আগামী ১৫ জুন চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ২৫ জুন কারখানাটি উৎপাদন বন্ধ করে দেয় পরিচালনা বোর্ড।

ডিএসই জানায়, সে সময় এক মাস পরে ২৪ জুলাই থেকে আবার চালু করার ঘোষণা দিলেও তা ব্যর্থ হয়। পরে দফায় দফায় কারখানা বন্ধের সময় বাড়ানো হয়।

উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারায় কারখানাটি বন্ধ করে কোম্পানির মালিকপক্ষ। বাজারে চাহিদা কমে যাওয়ায় তাদের পর্যাপ্ত পণ্য গোডাউনে পড়ে ছিল।

এই অবস্থার কিছুদিন কারখানার উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা প্রায় দুই বছর পেরিয়ে যায়।

২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

খুলনা পাওয়ারের দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের মালিকানাধীন দুই বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন বন্ধের ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির মালিকানাধীন কেপিসি ৪০ মেগাওয়াট নোওয়াপাড়া প্রকল্প ও কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন বন্ধের ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলফমেন্ট বোর্ডের সাথে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই উৎপাদন বন্ধ করা হয়েছে।

গত ২৯ মে হতে কেপিসি ৪০ মেগাওয়াট নোওয়াপাড়া প্রকল্প ও আজ ১ জুন থেকে কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (পিপিএ) নবায়ন প্রক্রিয়া চলমান বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানাে হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

৩ ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংক রেকর্ড ডেটের আগে আগামীকাল ২ জুন, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড।

ব্যাংকগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩ জুন, বৃহস্পতিবার। ব্যাংকটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন, রবিবার। রেকর্ড ডেটের কারণে ব্যাংক তিনটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইফাদ অটোসের বোর্ড সভা ৭ জুন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সূচকের উঠা-নামায় চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থান ও পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বেলা ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ২.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৯৯ পয়েন্ট কমে অবস্থান করে ২২০২ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৮৭০ কোটি ৩৮ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭৯.১৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭১ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ২৪৪টি শেয়ারের মধ্যে ১৩৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭১টি কোম্পানির দর, আর ৩৪টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

প্রগতী ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতী ইন্স্যুরেন্স লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৬ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ১.০১ টাকা।

এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪.১৬ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ছিল ৫৩.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা