ব্লক মার্কেটে লেনদেন ৪৫ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৫৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ১৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রভাতী ইন্স্যুরেন্স ৪ কোটি ১৮ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিমস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, বিএটিবিসি, বিডি থাই, বীকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা, দ্যা সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ডাচ বাংলা ব্যাংক, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, যমুনা ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ন্যাশনাল ফীড মিল, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ব্যাংক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পূবালী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রানার অটোমোইলস, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, সাফকো স্পিনিং মিলস, সাইফ পাওয়ারটেক, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মাসিটিক্যালস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৫ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একই দিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৩ কোটি ১৪ লাখ ৪ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা ইফাদ অটোস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬১ কোটি ২৪ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড ৫৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির ৫০ কোটি ৫৪ লাখ, রবি আজিয়াটার ৪২ কোটি ৯৭ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ৪১ কোটি ৮১ লাখ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪০ কোটি ১৩ লাখ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩৯ কোটি ৫০ লাখ, এসএস স্টীলের ৩৮ কোটি ৭৯ লাখ ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৫ কোটি ৮৭ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বঙ্গবন্ধু সেতুর ৬,৪৩৪ কোটি টাকা টোল আদায়: সংসদে সেতুমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ হতে নেওয়া ঋণ বঙ্গবন্ধু সেতু হতে আদায় করা টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার তিনি সংসদে আরো জানান, যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু হতে এ পর্যন্ত ছয় হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।

রবিবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, ১৯৯৮ সালে সমাপ্ত বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় তিন হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সেতুর নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় ওই ঋণ ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে।

সরকারী দলের সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর হতে এ পর্যন্ত ছয় হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে সেতুর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও ডিএসএল পরিশোধবাবদ ব্যয় হয়েছে চার হাজার ১০৪ কোটি ২১ লাখ টাকা।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, ১৯৯৭-৯৮ অর্থবছরে ৯৯ লাখ টাকা, ১৯৯৮-৯৯ অর্থবছরে ৬১ কোটি ২৭ লাখ টাকা, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৬৬ কোটি ৯৪ লাখ টাকা, ২০০০-২১ অর্থবছরে ৮২ কোটি ৮৪ লাখ টাকা, ২০০১-০২ অর্থবছরে ৯৩ কোটি ৫৮ লাখ টাকা, ২০০২-০৩ অর্থবছরে ১০৮ কোটি ৭২ লাখ টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ১৩১ কোটি ৮ লাখ টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ১৫২ কোটি, ২০০৫-০৬ অর্থবছরে ১৫৭ কোটি ৯৭ লাখ টাকা, ২০০৬-০৭ অর্থবছরে ১৭৩ কোটি ৭৬ লাখ টাকা, ২০০৭-০৮ অর্থবছরে ২০১ কোটি ৯৬ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ২১৪ কোটি ৪২ লাখ টাকা, ২০০৯-১০ অর্থবছরে ২৪২ কোটি ৯৯ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ২৬৯ কোটি ১০ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে ৩০৬ কোটি ২৩ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩২৭ কোটি ৯৮ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ৩২৫ কোটি ৩৮ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩৫১ কোটি ১৪ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৫৪৩ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৫৭৫ কোটি ৩৪ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৫৬০ কোটি ২৮ লাখ টাকা এবং ২০২০-২১ অর্থবছরে (মে মাস পর্যন্ত) ৫৯৪ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায় হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ইফাদ অটোস
  3. ফরচুন সুজ
  4. রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি
  5. রবি আজিয়াটা
  6. লংকা বাংলা ফাইন্যান্স
  7. সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
  8. গ্লোবাল ইন্স্যুরেন্স
  9. এসএস স্টীল
  10. সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

বাজেটের পরের দিন লেনদেনে রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজেটের পরের দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন আগের যে কোনো বছরের মধ্যে বেশি হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের উত্থান ও পতন দেখা গেছে। সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষকরা জানান, বাজেট পেশের পরের কার্যদিবসে শেয়ারবাজারকে কিছু স্তমিত দেখা যায়। এবারই প্রথমবার বাজেট পেশ করার পরের দিন শেয়ারবাজারকে বেশ গতিশীল মনে হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে লেনদেন বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ঠ সবাইকে অবাক করেছে।

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬,০৩৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২২২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৬৯ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২১৮২ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০১টির, আর দর অপরিবর্তিত আছে ২০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, ফরচুন সুজ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টীল ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

জিপিএইচ ইস্পাতের জমির পূন:মূল্যায়ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিজেদের স্থায়ী সম্পদের পূন:মূল্যায়ন করেছে। সম্প্রতি কোম্পানিটি নিজেদের জমির পূন:মূল্যায়ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির স্থায়ী সম্পদের মূল্য আগের চেয়ে ৪৩৩,০৩,৮৩,১০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে। যা ইতোমধ্যে অডিট কোম্পানির নিকট তুলে ধরেছে।

এই পূন:মূল্যায়নে কোম্পানিটির এসব সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৮১৮,২০,৬০,৬৬৩ টাকা যা আগে ছিল ৩৮৫,১৬,৭৭,৫৫৮ টাকা।

কোম্পানিটির এই সম্পদের পূন:মূল্যায়ন করেছে নিরক্ষক আহমেদ জাকির এন্ড কো:।

স্টকমার্কেটবিডি.কম/

ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৮০০ কোটি টাকার দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৮০০ কোটি টাকার আইবিবিএল দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।

এটি একটি ফ্লোটিং রেট আনসিকিউর, কূপন/প্রোফিট ডিসক্রিশন, সাবর্ডিনেট ও নন কমুলেটিভ বন্ড।

ব্যাংকটির বন্ড ছাড়ার এই সিদ্ধান্তটি আসন্ন এজিএমে শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

এই বন্ডের ৭২০ কোটি টাকা আসবে প্রাইভেট প্লেসমেন্টে আর ৮০ কোটি টাকা আসবে পাবলিক অফারের মাধ্যমে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইনটেকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ জুন আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা