সিভিও পেট্রোর সাথে বিপিসির চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যালস রিফাইনারি লিমিটেডের সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ৪ টায় বিপিসির হেড অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় এই কোম্পানি বিপিসির নাফতা ক্রয়-বিক্রয় করতে পারবে। আগামী ৫ বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিপিসি একটি চিঠি দেয় সিভিও পেট্রো কেমিক্যালস রিফাইনারি লিমিটেডকে। চিঠির প্রস্তাবের ভিত্তিতেই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সুন্দরবন ট্যুর প্যাকেজ করবে সী পার্লস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের প্রতিষ্ঠান সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড সুন্দরবন ট্যুর প্যাকেজের আয়োজন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, কোম্পানিটি নতুন এই ব্যবসার জন্য সাড়ে ৮ কোটি টাকা বিনিযোগ করে দুটি ক্রুজ জাহাজ ক্রয় করেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, আগামী অক্টোবর মাসে এই প্যাকেজটি শুরু হবে। তবে পর্যটকদের জন্য প্যাকেজের খরচ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

নতুন এই ব্যবসা থেকে কোম্পানির বছরে ৭.১৫ কোটি টাকা মুনাফা আসবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেশবন্ধু পলিমারের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান দেশবন্ধু পলিমার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানীর কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

দুই কোম্পানির একীভূতকরণের অনুমতি পেল ইভিন্স টেক্সটাইল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেড সহযোগী আরেকটি কোম্পানিকে একীভূত করা অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৩ আগষ্ট ইভিন্স টেক্সটাইল ও ইভিটেক্স ফ্যাশন লিমিটেডকে এই একীভূতকরণের অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

কোম্পানিটির পরিচালনা বোর্ড এ লক্ষে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করা সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৬ নভেম্বর বেলা ১২ টায় ডিজিটাল প্লাটফর্মে এই ইজিএমটি আহবান করা হয়েছে। আর এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এম