হাইকোর্টের নির্দেশে বারভিডার নির্বাচন স্থগিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নির্বাচন স্থগিত হয়ে গেছে। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ সংক্রান্ত আপিলের নিষ্পত্তি করে আদেশে বলেন, আসন্ন বারভিডা নির্বাচন স্থগিত করতে হবে ও পুনঃতফসিল করতে হবে।

আগামী ৯ ডিসেম্বর বারভিডার নির্বাচন হওয়ার তারিখ নির্ধারিত ছিল। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলসহ তিন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৫ পদের জন্য ৭৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। ভোটার ছিলেন ৬৭০জন। আপিল বিভাগের এই আদেশের ফলে নতুন করে নির্বাচনের তারিখ, ভোটারতালিকা সংশোধন ও প্রার্থিতা নির্ধারণের ব্যবস্থা করতে হবে।

এর আগে বারভিডার বর্তমান কমিটি কর্তৃক বাতিল সদস্য পদ পুনর্বহাল এবং নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘনের বিরুদ্ধে বারভিডা’র ভাইস প্রেসিডেন্ট-১ এস. এম. আনোয়ার সাদাত এবং সদস্য দীনুল ইসলাম উচ্চ আদালতের শরণাপন্ন হন।

জানা গেছে, চট্টগ্রাম ও মোংলা বন্দরে ‘বারভিডা লেভি’র নামে চাঁদা আদায়ের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন বারভিডা সদস্য দীনুল ইসলাম। পরে লেভি আদায় স্থগিত করেন উচ্চ আদালত। আদায়কৃত সেই টাকা অবৈধ উল্লেখ করে তা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ দেওয়া হয়। এই প্রতিবাদের জের ধরে সদস্যপদ হারান দীনুল ইসলাম। একইসঙ্গে সংগঠনের আর্থিক অনিয়ম এবং প্রধানমন্ত্রীর করোনা তহবিলের টাকার হিসাব চেয়ে অভিযাগকারী বারভিডা নেতা এস এম আনোয়ার সাদাতের সদস্যপদ বাতিল করে বর্তমান কমিটি।

স্টকমার্কেটবিডি.কম/

কুইন সাউথ টেক্সটাইলের এজিএম ২৭ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ও সময় জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৯তম এই এজিএম আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটির এজিএমের দিন ও সময় পরে জানানো ঘোষণা দিয়েছিল। তবে এই এজিএমের অন্যান্য বিষয় ও এজেন্ডা অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়াটা কেমিক্যালসের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩৯তম এজিএমটি আগামী ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ ও সময় নির্ধারণ করা হয় ৩০ ডিসেম্বর সকাল সোয়া ১০টা। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

ফনিক্স ফাইন্যান্সের ৩য় প্রান্তিকের ইপিএস কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৪ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৭৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ওয়াটা কেমিক্যালসের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ২.০৮ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১.২২ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৬০.২২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/