ইনডেক্স এগ্রো ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ শিল্প খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত ২০২১ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামী ৯ জানুয়ারি থেকে উভয় শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইসিবির শেয়ার বিক্রি করবে বিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ইনভেষ্টমেন্ট করপোরেশন লিমিটেডের এক পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) নামে এক স্পন্সর উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করবে। ঘোষণার সময় এই পরিচালকের হাতে ২০ কােটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪৯২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই করপোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্যাসিফিক ডেনিমসের সাড়ে ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের তিনজন পরিচালক ১৫ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: শফিউল আজম ও মো: শাহেদুল আলম নামে এই দুই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির যথাক্রমে ৮ লাখ ৫০ হাজার ও ৫ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে যথাক্রমে ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪১২ ও ১ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩০৯টি শেয়ার রয়েছে।

এছাড়া ডিসনে প্রোপার্টিজ নামে আরেক স্পন্সর উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় এই পরিচালকের হাতে ৪২ লাখ ৭৭ হাজার ৯৫৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালকদের উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

২৫ হাজার টাকার ঋণ নিতেও লাগবে গ্যারান্টার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন থেকে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা ২৫ হাজার টাকা ও তদূর্ধ্ব ঋণের বিপরীতে জামানত গ্রহণ করতে পারবে ব্যাংক।

এর আগে ২০২১ সালের ৫ সেপ্টেম্বর এক সার্কুলারে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করে উল্লিখিত হিসাবধারীদের ঋণ বিতরণে তিন লাখ টাকার কম ঋণের জন্য গ্যারান্টি বা জামানত না নেওয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

ওই সার্কুলারে বলা হয়েছিল, জামানত না নিয়ে ঋণগ্রহীতাসহ অনধিক দুজনের ব্যক্তিগত গ্যারান্টি সুবিধা নেওয়া যাবে।

বুধবার জামানত বা গ্যারান্টার গ্রহণে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ২৫ হাজার টাকা ও তদূর্ধ্ব পরিমাণ ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল থেকে ঋণ বিতরণের জন্য জামানত নিতে হবে ব্যাংকগুলোকে। এ ক্ষেত্রে ব্যাংক নিজস্ব উৎস থেকে গ্যারান্টি ফি পরিশোধ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ালটন হাইটেকের ৫ বছরের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৫ বছরের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে ঋণমান এসেছে ‘এসটি-১’।

২০১৭ হতে ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৬ মাসের অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি