এনভয় টেক্সটাইলের শেয়ার কিনবে এনভটেক এভিয়েশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের একজন শেয়ারহোল্ডার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এনভটেক এভিয়েশন লিমিটেড নামে এই শেয়ারহোল্ডার কোম্পানিটির ৪১ লাখ ৪৮ হাজার ৩৩৬টি শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেট হতে ক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

৪২ কোটি টাকার ফ্লোর স্পেস কিনবে যমুনা ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড একটি ভবনের ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি রাজধানীর সূত্রাপুরে অবস্থিত রূপায়ন রেড ক্রিসেন্ট টাওয়ারের ২য় তলায় ফ্লোর স্পেস কিনবে। ৮৮৮৯ বর্গফুটের এইসব ফ্লোর ও ৫টি গাড়ি পার্কিংসহ জন্য ব্যয় ধরা হয়েছে মোট ৪২ কোটি ২০ লাখ টাকা।

ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ফ্লোর স্পেসটি কিনতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিএসআরএম স্টিলসের ১০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এইচ আকবরিয়া এন্ড কো: লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয় সম্পন্ন করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম