আমদানি কমাতে ৬৮ ধরনের পণ্যে বাড়তি শুল্ক আরোপ এনবিআরের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে ৬৮ ধরনের পণ্য আমদানি নিরুৎসাহিত করতে ৩ থেকে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। এ তালিকায় আছে আসবাব ও আসবাবের কাঁচামাল, গাড়ি ও গাড়ির ইঞ্জিন, যন্ত্রাংশ, রড ও লোহাজাতীয় পণ্য, সিমেন্টশিল্পের কাঁচামাল ফ্ল্যাই অ্যাশ, ফল, প্রসাধনসামগ্রীসহ কিছু নিত্য ভোগ্যপণ্য।

আজ মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ম অনুযায়ী প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে তা কার্যকরও করা হয়েছে।
নতুন করে নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হলো যেসব পণ্যে, সেগুলোর মধ্যে ২০ শতাংশ হারে বসেছে কাঠ ও লোহার আসবাব এবং আসবাবের কাঁচামাল; সিকেডি অবস্থায় ব্যক্তিগত গাড়িতে ৩০ শতাংশ; পিকআপ ও ডাবল কেবিন পিকআপ ভ্যানে ২০ শতাংশ এবং গাড়ির ইঞ্জিনে ১৫ শতাংশ। এ ছাড়া টায়ার, রিম ইত্যাদির ওপর ৩ থেকে ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

এ ছাড়া নির্মাণসামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত রড, বিলেট ইত্যাদির ওপর ৩ থেকে ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসেছে। সিমেন্ট খাতের অন্যতম কাঁচামাল ফ্লাই অ্যাশ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হলো।

অন্যদিকে পারফিউম, চুল ও তকের যন্ত্র নেওয়ার সামগ্রী, সেভ করার সামগ্রী ইত্যাদি প্রসাধনসামগ্রীর ওপর ২০ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে। অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, প্রাথমিক চিকিৎসাসামগ্রী আমদানি করতেও ১৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হলো। ফাইবার অপটিক ও বিভিন্ন ধরনের তারে ৩ থেকে ১০ শতাংশ হারে শুল্ক বসেছে।

এ ছাড়া আম, আপেল, তরমুজ, বাদামসহ বিভিন্ন রকমের ফলের ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসিয়ে এনবিআর আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ নিল। চালের (হাসকড) ওপর ২৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক বসেছে।

স্টকমার্কেটবিডি.কম//

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বৃদ্ধি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানি দুইটির আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বে-লিজিংয়ের ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের ও প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী ১৫ জুন পরযন্ত বাড়ানো হয়েছে।

অন্যদিকে ইউনিয়ন ইন্স্যুরেন্সের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় ১৫ জুন পরযন্ত বাড়ানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু করতে চায় ধর্ম মন্ত্রণালয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৩১ মে হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ থাকলেও তা থেকে সরে এসেছে ধর্ম মন্ত্রণালয়। তারা চাইছে, ৫ জুন থেকে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো শুরু হোক। সোমবার বিমান ও পর্যটন সচিবকে পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যে হজযাত্রীরা যাবেন, তাদের সবার সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাতেই করার কথা রয়েছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’। সৌদি আরব কর্তৃপক্ষ বাংলাদেশ অংশে তাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি।

সোমবার ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’ বাস্তবায়নকারী সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানান, ৪০ জন জনবলসহ সৌদি ইমিগ্রেশন টিম ২ জুনের আগে ঢাকায় পৌঁছাতে পারবে না। এছাড়া প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনও ঢাকায় পৌঁছায়নি। সেসব যন্ত্রপাতি সৌদি ইমিগ্রেশন টিমের সঙ্গে ঢাকায় আসবে। তারপর সেগুলো বিমানবন্দরে বসাতে হবে।

এ কারণে সময় লাগবে জানিয়ে ধর্ম মন্ত্রণালয় ওই চিঠিতে বলেছে, ৫ জুনের আগে তাদের পক্ষে ঢাকা থেকে হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হবে না।

প্রসঙ্গত, সরকারিভাবে দুটি ও বেসরকারিভাবে একটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ ধরা হয় ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়ছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচায় হজে যাওয়া যাচ্ছে। ২০২০ সালে ঘোষিত হজ প্যাকেজের চেয়ে এবার হজে যাওয়ার খরচ লাখ টাকা বেড়েছে। বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনূস মামলা প্রত্যাহার করলো গ্রামীণ টেলিকম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ছাঁটাই, পাওনা নিয়ে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের করা শতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। আইন অনুযায়ী পাওনা টাকা পরিশোধ করা হবে—এমন এক সমঝোতার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ থেকে মামলা প্রত্যাহার করে নেয় গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের অবসায়ন চাওয়া হয়েছিল এ মামলায়।

আদালতে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী।

মুহাম্মদ ইউনুস অর্থাৎ গ্রামীণ টেলিকমের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

ইউসুফ আলী বলেন, ‘সম্প্রতি গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের পাওনা, দাবি নিয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে আদালতের বাইরে একটি সমঝোতা হয়েছে। হিসাব-নিকাশ করে মালিকপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছে, আইন অনুযায়ী যত পাওনা তা পরিশোধ করা হবে। দুই পক্ষই হিসাব-নিকাশে বসেছে। আশা করা যায়, কাল অথবা পরশু পাওনার চূড়ান্ত হিসাবে সমঝোতা হয়ে যাবে। এ নিয়ে আনুষ্ঠানিকভাবেই ঘোষণা আসবে বলে মনে হয়। ’

তিনি বলেন, ‘যেহেতু আমার মক্কেল বলেছেন যে তাঁরা মামলাটি চালাতে চান না, তাই মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ’

ইউসুফ আলী বলেন, ‘শ্রম আদালত ও উচ্চ আদালত মিলিয়ে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১১১টি মামলা করা হয়েছিল। এর মধ্যে হাইকোর্টে সাতটি, বাকি ১০৪টি শ্রম আদালতে। ’ সমঝোতার পর সব মামলাই প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘আদালতের বাইরে পারস্পরিক বোঝাপড়ায় মামলাগুলোর ব্যাপারে সমঝোতা হয়েছে। শ্রমিক-কর্মচারীদের একটা অঙ্কের টাকা দিয়ে দেওয়া হয়েছে। তাঁরা সে টাকা পেয়ে তাঁদের বাকি যে দাবিদাওয়া আছে, প্রত্যাহার করে সব মামলা প্রত্যাহার করে নিয়েছেন। ’

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কত টাকা দেওয়া হয়েছে, জানতে চাইলে এই আইনজীবী বলেন, ‘সঠিক অঙ্কটা আমি বলতে পারব না। যতটুকু জেনেছি, সেটি সাড়ে তিন শ বা প্রায় ৪০০ কোটি টাকা হবে। ’

কম্পানির শ্রমিকের অংশের লভ্যাংশ শ্রমিক-কর্মচারীদের মধ্যে বণ্টন না করায় শ্রম আদালত ও হাইকোর্টে মামলা করেন তাঁরা। আর গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

স্টকমার্কেটবিডি,কম/

এ্যারামিট লিমিটেডের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যারামিট লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২৩ মে) অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.০৩ টাকা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৩ টাকা। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩.২২ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭৩.১৮ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ১৮১.৪২ টাকা।

স্টকমার্কেটবিডি//

এ্যারামিট সিমেন্ট বড় লোকসানের দিকে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্ট লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় কমে বড় লোকসানের দিকে ধাবিত হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২৩ মে) অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.৫০ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭২ পয়সা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭.৬২ টাকা। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৪৮ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১.৫৭ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ২৯.১৩ টাকা।

স্টকমার্কেটবিডি//