বছিলায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর বছিলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, বছিলা সিটি হাউজিংয়ের ১২ নম্বর সড়কের একটি জুতার কারখানায় আগুন লাগে। রাত পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্টকমার্কেটবিডি.কম/

আছিয়া সী ফুডসের সাবস্ক্রিপশন শুরু ১৯ জুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএমই প্ল্যাটফর্মের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পেয়েছে আছিয়া সী ফুডস লিমিটেড। কোম্পানিটির কিউআইওয়ের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১৯ জুন সকাল ১০ টায়। আর এই সাবস্ক্রিপশন শেষ হবে ২৩ জুন বেলা ৫ টায়। ডিএসই সূত্রে এতথ্য জানা যায়।

শেয়ারবাজার থেকে কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১.৫ কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

গত ৫ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৯তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানার যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৬০ টাকা। নিয়মানুযায়ী এই এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

আছিয়া সী ফুডস লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ট্রাষ্ট ব্যাংকের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। ব্যাংকটির এজিএমটি আগামী ২ আগষ্ট অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমার পরিচালনা বোর্ডের সভায় ২৩তম এই এজিএমের দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনিবার্যকারণ বশত এই এজিএমটির দিন পরিবর্তন করা হয়।

এর আগে এই এজিএমের তারিখ নির্ধারণ করা হয় ২৫ জুলাই। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর শেয়ারহোল্ডারদের জন্য বিমাটি ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একই দিনে বিমাটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা