এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের সভায় এসব আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বীমাটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) বীমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৬৫ টাকা। গত বছরের এ সময়ের বীমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪৮ টাকা।

এই প্রান্তিকে বীমার শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৭৪ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ১৭.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আর

সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করবে এস্ক্যোয়ার নিট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এস্ক্যোয়ার নিট কম্পোজিট লিমিটেড সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এল এস্ক্যোয়ার লিমিটেড নামে এই কোম্পানিটিতে বিনিয়োগ করবে তারা। কোম্পানিটিতে ৪ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করবে এস্ক্যোয়ার নিট লিমিটেড।

কোম্পানিটি নিজেদের সহযোগি অন্য ২টি কোম্পানি হতে অর্থ সংগ্রহ করে এই বিনিয়োগ করবে। এর মধ্যে এস্ক্যোয়ার ইলেকট্রোনিকস লিমিটেড হতে ৩ কোটি ৭৫ লাখ টাকা ও এস্ক্যোয়ার এক্সেসরিজ লিমিটেডের ১ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করা হবে।

সহযোগি এই দুই কোম্পানি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এস্ক্যোয়ার ইলেকট্রোনিকস লিমিটেড ও এস্ক্যোয়ার এক্সেসরিজ লিমিটেডে এস্ক্যোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিনিয়োগ রয়েছে।

এই বিনিয়োগের ফলে কোম্পানিটির টার্ণওভার বাড়বে। যা থেকে শেয়ারহোল্ডাররাও লাভবান হবে বলে মনে করছে কোম্পানির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের সভায় এসব আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বীমাটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) বীমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭৫ টাকা। গত বছরের এ সময়ের বীমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭০ টাকা।

এই প্রান্তিকে বীমার শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৩.৮৫ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ২৩.১৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আর