সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করবে এস্ক্যোয়ার নিট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এস্ক্যোয়ার নিট কম্পোজিট লিমিটেড সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এল এস্ক্যোয়ার লিমিটেড নামে এই কোম্পানিটিতে বিনিয়োগ করবে তারা। কোম্পানিটিতে ৪ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করবে এস্ক্যোয়ার নিট লিমিটেড।

কোম্পানিটি নিজেদের সহযোগি অন্য ২টি কোম্পানি হতে অর্থ সংগ্রহ করে এই বিনিয়োগ করবে। এর মধ্যে এস্ক্যোয়ার ইলেকট্রোনিকস লিমিটেড হতে ৩ কোটি ৭৫ লাখ টাকা ও এস্ক্যোয়ার এক্সেসরিজ লিমিটেডের ১ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করা হবে।

সহযোগি এই দুই কোম্পানি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এস্ক্যোয়ার ইলেকট্রোনিকস লিমিটেড ও এস্ক্যোয়ার এক্সেসরিজ লিমিটেডে এস্ক্যোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিনিয়োগ রয়েছে।

এই বিনিয়োগের ফলে কোম্পানিটির টার্ণওভার বাড়বে। যা থেকে শেয়ারহোল্ডাররাও লাভবান হবে বলে মনে করছে কোম্পানির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *