ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক তমাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনলাইন উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। উভয়েই বর্তমান কমিটিতে একই পদে রয়েছেন।

গত সোমবার নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্যে পদবণ্টন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক নির্বাচিত হন আসিফ আহনাফ। গত ১৮ জুন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৯টি পদের বিপরীতে তিনটি প্যানেল ও স্বতন্ত্রসহ ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৯৫ ভোটারের মধ্যে ৬১১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান, সাইদ রহমান ও ইলমুল হক। নির্বাচনে অগ্রগামী প্যানেল থেকে আটজন এবং চেঞ্জ ম্যাকার্স প্যানেল থেকে একজন বিজয়ী হন।

নির্বাচিত সভাপতি শমী কায়সার বলেন, ই-কমার্স খাতকে এগিয়ে নিতে আমরা সবাইকে নিয়ে কাজ করব। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৪ জুলাই। এরপর নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের সভায় এসব আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বীমাটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২২) বীমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৬৮ টাকা। গত বছরের এ সময়ের বীমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৭ টাকা।

এই প্রান্তিকে বীমার শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৫৫ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ২০.৮৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আর

বীমার ২১ কোটি টাকা পাবে মালেক স্পিনিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড তাদের সাবসিডিয়ারি কোম্পানিতে সংগঠিত অগ্নিকান্ডের জন্য বীমার ২১ কোটি টাকা পাবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাবসিডিয়ারি কোম্পানি সালেক টেক্সটাইল লিমিটেডের কারখানায় কিছুদিন আগে অগ্নিকান্ড ঘটে। এই ঘটনায় সংশ্লিষ্ট বীমা কোম্পানিতে একটি ক্ষতিপূরণ আবেদন করে কোম্পানিটি।

এই অগ্নিকান্ডের ঘটনায় কোম্পানিটি প্রায় সাড়ে ৩০ কোটি টাকা অগ্নি বীমা দাবি করলেও পরে তা ২১ কোটি ১২ লাখ টাকায় ধার্য হয়।

বীমার এই অর্থ দিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফেব্রিকস ইউনিটটি মেরামত করা হবে আর ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাবসিডিয়ারি কোম্পানির জন্য জমি কিনবে মালেক স্পিনিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড তাদের সাবসিডিয়ারি কোম্পানির জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূএ জানায়, সাবসিডিয়ারি কোম্পানি জে এম ফেব্রিকস লিমিটেডের জন্য গাজীপুরে দগ্রি ও বাহাদুরপুর মৌজায় ৯৫৪.৯৪ ডেসিমল জমি কেনা হবে। এজন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭০ লাখ টাকা।

এসব জমি ক্রয়ের অর্থ জে এম ফেব্রিকস লিমিটেডের নিজস্ব কোষাগার থেকে নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মালেক স্পিনিং ৫৫ কোটি টাকার জমি কিনবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূএ জানায়, এই কোম্পানিটি ময়মনসিংয়ে ভালুকায় কারখানা সংলগ্ন ৫৫ বিঘা বা ১৮১৫ ডেসিমল জমি কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মালেক স্পিনিং জিরো কুপন বন্ড ছাড়বে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড ২৯০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

এটি হবে একটি নন কনভারটেবল, সম্পূর্ণ রেডিমেবল আন সিকিউরেড জিরো কুপন বন্ড।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির উল্লেখিত এই প্রস্তাবটি সর্বপ্রথম শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি