লাভেলো আইস্ক্রিমের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের লাভেলো আইসক্রিম লিমিটেড একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এই ইজিএমটি অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ সেপ্টেম্বর ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

পরিচালনা বোর্ড পুনর্গঠনের অনুমোদন পেল এনভয় টেক্সটাইল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল উচ্চ আদালত থেকে পরিচালনা বোর্ড পুনর্গঠনের অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৫ আগস্ট উচ্চ আদালত কোম্পানিটিকে এই আদেশ দেয়। উচ্চ আদালত কর্তৃক গঠিত পরিচালনা বোর্ডে রয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারক মইনুল ইসলাম চৌধুরী-চেয়ারম্যান, আইনজীবী শফিকুর রহমান, সদস্য, ফকরুদ্দীন আহমেদ,সদস্য, কুতুবউদ্দীন আহমেদ, পরিচালক, ভাইস চেয়ারম্যান, আব্দুস সালাম মুর্শেদী, পরিচালক, রাশিদ আহমেদ, পরিচালক। শারমীন সালাম পরিচালক, তানভীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), এছাড়া ডেপুটি ব্যবস্থানা পরিচালক ব্যারিস্টার শিরীন সালাম। মামলাটি আব্দুস সালাম মুর্শেদী এবং তার পরিবারের পক্ষে দায়ের করা হয়।

কোম্পানির অন্য পরিচালকেরা তিন জন অতিরিক্ত সদস্য নিয়োগের জন্য কোম্পানির সংঘস্বারকে সংশোধনীকে চ্যালেঞ্জ করেছে।

কোম্পানিটি জানায়, উক্ত মামলায় বোর্ড পুনর্গঠনেরদাবি পাশ হয়েছে। পুর্নগঠিত বোর্ড অন্তবর্তী সময়ের জন্য কাজ করবে,যতক্ষণ না বিষয়টি চূড়ান্তভাবে নিস্পত্তি হয়। যা এখন উচ্চ আদালতে শুনানির জন্য মূলতবী রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

উৎপাদন বাড়াবে ফু-ওয়াং সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের পরিচালনা বোর্ড টাইলস উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গ্রীণফিল্ড প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ১৫০০ স্কয়ার মিটার (আনুমানিক) টাইলস উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি টাইলস প্লান্ট লাইন-১, লাইন-২ ও লাইন-৩ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। এতে কোম্পানিটির ৬ হাজার ৫০০ মিলিয়ন টাকা বিনিয়োগ করবে।

তবে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। এ জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম//

বিডি সার্ভিসেসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের ঋণমান ‘এ-’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-৪। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সোহেলা হোসেন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

মেঘনা লাইফের বাৎসরিক বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর বিমাটি ১৫শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে এবারই প্রথম শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/আর