পরিচালনা বোর্ড পুনর্গঠনের অনুমোদন পেল এনভয় টেক্সটাইল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল উচ্চ আদালত থেকে পরিচালনা বোর্ড পুনর্গঠনের অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৫ আগস্ট উচ্চ আদালত কোম্পানিটিকে এই আদেশ দেয়। উচ্চ আদালত কর্তৃক গঠিত পরিচালনা বোর্ডে রয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারক মইনুল ইসলাম চৌধুরী-চেয়ারম্যান, আইনজীবী শফিকুর রহমান, সদস্য, ফকরুদ্দীন আহমেদ,সদস্য, কুতুবউদ্দীন আহমেদ, পরিচালক, ভাইস চেয়ারম্যান, আব্দুস সালাম মুর্শেদী, পরিচালক, রাশিদ আহমেদ, পরিচালক। শারমীন সালাম পরিচালক, তানভীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), এছাড়া ডেপুটি ব্যবস্থানা পরিচালক ব্যারিস্টার শিরীন সালাম। মামলাটি আব্দুস সালাম মুর্শেদী এবং তার পরিবারের পক্ষে দায়ের করা হয়।

কোম্পানির অন্য পরিচালকেরা তিন জন অতিরিক্ত সদস্য নিয়োগের জন্য কোম্পানির সংঘস্বারকে সংশোধনীকে চ্যালেঞ্জ করেছে।

কোম্পানিটি জানায়, উক্ত মামলায় বোর্ড পুনর্গঠনেরদাবি পাশ হয়েছে। পুর্নগঠিত বোর্ড অন্তবর্তী সময়ের জন্য কাজ করবে,যতক্ষণ না বিষয়টি চূড়ান্তভাবে নিস্পত্তি হয়। যা এখন উচ্চ আদালতে শুনানির জন্য মূলতবী রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *