৯৩০০ কোটি ডলারের সম্পদ খোয়ালেন বেজোস-মাস্ক-জাকারবার্গরা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বজুড়েই দেখা দিয়েছে ব্যাপক মূল্যস্ফীতি। নজিরবিহীন মূল্যস্ফীতির কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। এতে রাতারাতি ৯ হাজার ৩০০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন দেশটির শীর্ষ ধনকুবেররা। তাদের মধ্যে রয়েছেন- মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, ইলন মাস্ক, ল্যারি পেজ, সের্গেই ব্রিন, স্টিভ বালমার, বার্নার্ড অরনল্ট, ওয়ারেন বাফেট ও বিল গেটসের মতো শীর্ষ ধনকুবেররা।

ধারণার চেয়েও বেশি মূল্যস্ফীতির তথ্য পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেললে গত মঙ্গলবার এমন ক্ষতির মুখে পড়েন তারা। এক দিনের লোকসান হিসেবে এটি এ যাবৎকালের নবম সর্বোচ্চ।

জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন জেফ বেজোস। অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একদিনে খুইয়েছেন ৯৮০ কোটি ডলার।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সম্পদ কমেছে ৮৪০ কোটি ডলার। ৫৬০ কোটি ডলারে সম্পদ হারিয়েছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ।

আরেক মার্কিন ধনকুবের ল্যারি পেজ ৫২০ কোটি ডলার খুইয়েছেন। সের্গেই ব্রিন, স্টিভ বালমার ও বার্নার্ড অরনল্ট ৪০০ কোটি ডলারের বেশি সম্পদ হারিয়েছেন। ধনকুবের ওয়ারেন বাফেট ও বিল গেটসের সম্পদ যথাক্রমে ৩৪০ কোটি ও ২৮০ কোটি ডলার কমেছে।

মার্কিন পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। এর ফলে এই লোকসান গুনতে হচ্ছে ধনকুবেরদের। কারণ, বিনিয়োগকারীদের বাজি হলো—মূল্যস্ফীতি ধারণার চেয়ে বেশি হওয়ায় ফেডারেল রিজার্ভ আরও আক্রমণাত্মকভাবে সুদহার বাড়াবে। সূত্র: ব্লুমবার্গ, নিউ ইয়র্ক পোস্ট

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৮০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯৫ কোটি ৯৬ লাখ টাকার।

জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড ৬৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডিকম অনলাইনের ৩১ কোটি ৯ লাখ, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেলের ২৯ কোটি ৭২ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ২৯ কোটি ১৪ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৮৬ লাখ, শাইনপুকুর সিরামিকসের ২১ কোটি ২৩ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৯ কোটি ৫৯ লাখ ও বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  4. বিডিকম অনলাইন
  5. নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল
  6. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  7. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  8. শাইনপুকুর সিরামিকস
  9. লাফার্জ হোলসিম বিডি
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

দিনশেষে লেনদেন কমলেও সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫১৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৪২ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৩০৭ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৪১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল রিকুইজিটি, বিডিকম অনলাইন, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, লাফার্জ হোলসিম বিডি ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭২.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৯১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ২১ কোটি ৪৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ডরিন পাওয়ারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের প্রতিষ্ঠান ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বে-লিজিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্খিক খাতের কোম্পানি বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই বোর্ড সভায় কোম্পানি টির ২০২২ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম///

২৫ কোটি টাকার জেনারেটর কিনবে মতিন স্পিনিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড নতুন জেনারেটার ক্রয় করবে। ইতিমধ্যে ২৫ কোটি টাকা মূল্যে এসব জেনারেটর ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানির জন্য ৪টি জেনারেটর কিনবে কোম্পানিটি। এসব জেনারেটরের দাম পড়বে ২৭ লাখ ৮ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় ২৫ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা।

দুবাই থেকে এসব জেনারেটর কিনবে কোম্পানিটি। জেনারেটরগুলো একটি ডিজেল চালিত ও তিনটি গ্যাস চালিত।

নিজস্ব অর্থায়নে এসব জেনারেটর কিনবে কোম্পানটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের ২০ শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস সালেহা হোসেন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২০ লাখ শেয়ার ক্রয় করলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের উদ্দ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এম এ কাসেম নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার বিক্রয় করলেন। তার হাতে মোট ৫২ লাখ শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সামিট পাওয়ারের ২০% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের আর্থিক কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় জুন মাসে শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৮৭ টাকা । আর এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৫.৭২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৬ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এম