লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস; ২য় নাভানা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নাভানা ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৭ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ইষ্টার্ণ হাউজিংর ৩৫ কোটি ৭৮ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৩৫ কোটি ৬ লাখ , এডিএন টেলিকমের ৩২ কোটি ৫১ লাখ, সী পার্লস রিসোর্টের ৩১ কোটি ৯২ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৩১ কোটি ৮৮ লাখ, আমরা টেকনোলজিসের ৩০ কোটি ৮১ লাখ ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. জেনেক্স ইনফোসিস
  2. নাভানা ফার্মা
  3. ওরিয়ন ফার্মা
  4. ইষ্টার্ণ হাউজিং
  5. বসুন্ধরা পেপার মিলস
  6. এডিএন টেলিকম
  7. সী পার্লস রিসোর্ট
  8. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  9. আমরা টেকনোলজিস
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

দিনশেষে সূচকের বড় উত্থান; বেড়েছে লেনদেনও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৫২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৬৯ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১টির, আর দর অপরিবর্তিত আছে ২৩২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মা, ওরিয়ন ফার্মা, ইষ্টার্ণ হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, এডিএন টেলিকম, সী পার্লস রিসোর্ট, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আমরা টেকনোলজিস ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং ও লূব রেফ বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

বিচ হ্যাচারি ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ২ নভেম্বর থেকে এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

এর আগে কোম্পানিটির শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

মালেক স্পিনিংয়ের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আরামকোর ৩য় প্রান্তিকের মুনাফা ৪ হাজার কোটি ডলার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান যেখানে ধুকছে সেখানে বড় অংকের মুনাফা ঘরে তুলেছে সৌদি আরামকো। তৃতীয় প্রান্তিকে সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি জায়ান্টটির মুনাফা হয়েছে ৪ হাজার ২৪০ কোটি ডলার। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তৃতীয় প্রান্তিকে সৌদি আরামকোর চাঙ্গা মুনাফায় ভর করে লোহিত সাগর উপকূলে ভবিষ্যতের নগরী গড়ার কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে রিয়াদ। রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এক বিবৃতিতে সিইও আমিন এইচ নাসের বলেন, অব্যাহত অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শক্তিশালী রয়েছে। সাশ্রয়ী জ্বালানির প্রয়োজনীয়তা সহসাই হ্রাস পাচ্ছেনা বিধায় এ দশকের বাকি সময়টাতেও জীবাশ্ম জ্বালানির বাজার চাঙ্গা থাকছে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক বাজার আদর্শ অপরিশোধিত ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারে বিক্রি হয়েছে।

২০২১ সালে বিশ্ব অর্থনীতি পুনরোদ্ধারের ধারায় ফিরলেও ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। রাশিয়ার ইউক্রেন আক্রমণ, চীনে প্রলম্ভিত লকডাউন এতে গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে। চলমান মূল্যস্ফীতি, সরবরাহ চেইন সংকট এবং ভোক্তা চাহিদা পতনের ফলে বেশিরভাগ বৃহৎ কোম্পানিরই আয় কমেছে। তবে এতে ব্যতিক্রম বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি সৌদি আরামকোর। ইউরোপ, এশিয়াসহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের উচ্চ চাহিদায় ভর করে বড় অংকের মুনাফা ঘরে তুলেছে এটি। তৃতীয় প্রান্তিকের আগে দ্বিতীয় প্রান্তিকে ৪ হাজার ৮০০ কোটি ডলার মুনাফা করেছিল আরামকো।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

খান ব্রাদার্সের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা যায়, বোর্ড সভাটি গত ১০ নভেম্বর বেলা ২ রাজধানীর মালিবাগে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

গত ২৭ অক্টোবর এই বোর্ড সভা হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণ বশত সভাটি স্থগিত করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নাভানা সিএনজির ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান নাভানা সিএনজি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) । সম্প্রতি এই রেটিং প্রকাশ করে তারা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’ এসেছে।

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিগ্যাসী ফুটওয়ারের নো ডেভিডেন্ড ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ০.৮৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৯.৮৩ টাকা।

আগামী ২৫ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

ওয়ালটন হাইটেকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ৬ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি