অর্থ পাচার কঠোরভাবে দমন করতে হবে: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধ করতে হবে। বহু অর্থ এ দেশ থেকে কানাডার বেগমপাড়া, দুবাইসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। পণ্য আমদানি-রপ্তানিতে মিথ্যা তথ্য দেওয়াসহ নানাভাবে যে কেউ চাইলেই সহজে বিদেশে টাকা পাচার করতে পারে। এটি কঠোরভাবে দমন করতে হবে। এ ক্ষেত্রে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাস্টমস বিষয়ে এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। প্রথমবারের মতো দুই দিনব্যাপী জাতীয় রাজস্ব সম্মেলনের শেষ দিনে ‘বাংলাদেশ কাস্টমস :স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথি’ শিরোনামের এ সেমিনারের আয়োজন করে এনবিআর।

রাজস্ব আরও বাড়ানোর সুপারিশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘আগের তুলনায় রাজস্ব অনেক বেড়েছে, কিন্তু রাজস্ব-জিডিপি অনুপাতে দেশ এখনও অনেক পিছিয়ে আছে। এ অনুপাত আরও বাড়ানো উচিত। বিশেষ করে আয়করে বেশি জোর দিতে হবে। এ জন্য রাজস্ব বিভাগের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়াতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে অর্থনীতি, কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সারাবিশ্ব তার স্বীকৃতি দিচ্ছে এবং প্রশংসা করছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের প্রশংসা করছে। অথচ দেশের ভেতরে কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তোলে, যা কোনোভাবেই কাম্য নয়। জাতি হিসেবে নিজেদের আত্মসম্মানবোধ থাকা উচিত।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কাস্টমস ও বন্ড কমিশনারেটের কমিশনার মাহবুবুর রহমান ও চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফাইজুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/এ

জেনেক্সের বোনাস বিওতে প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

৪ বছর ধরে বন্ধ মিথুন নিটিংয়ের কারখানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং এন্ড ডায়িং লিমিটেডের কারখানা গত ৪ বছর ধরে বন্ধ রয়েছে। এরি মধ্যে কারখানাটি নিলামে বিক্রির জন্য দর প্রস্তাব আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কারখানাটি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি হতে বন্ধ করে দেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড। কোম্পানিটির বিপুল পরিমাণ দেনা পরিশোধের জন্য কারখানা বিক্রির এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা)।।

বিষয়টি শেয়ারহোল্ডারদের অবগত করেছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা)।

কোম্পানিটির বিপুল পরিমাণ দেনা পরিশোধের জন্য কারখানা বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র থেকে জানা যায়, ইতিমধ্যে কোম্পাটির মেশিনাদিসহ কারখানা ভবনটি বিক্রির জন্য নিলামে বিক্রির জন্য দর প্রস্তাব আহবান করা হয়েছে।

কারখানার শ্রমিকদের বকেয়া বেতন, বেপজার ফি ও কাস্টমস কমিশনবাবদ বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে না পেরে কারখানাটি আজও বন্ধ রয়েছে।

এই কোম্পানির ৭০.৫৪ শতাংশ শেয়ার বয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। আর বাকি শেয়ার রয়েছে পরিচালক ও প্রাতিষ্ঠানিক বিনিযোগকারীর নিকট।

সিইপিজেড ৪ নম্বর সেক্টরে অবস্থিত মিথুন নিটিংয়ের কারখানা। ২০১৭ সাল থেকে লোকসানে থাকা কোম্পানিটির কাছে বেপজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা প্রায় ২০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

বঙ্গজের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হযেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৪ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২১.১১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম