বেশি দরে ডলার কিনলে দায়ী হবেন কর্মকর্তারা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে ঘোষণার চেয়ে এখনও বাড়তি দরে ডলার কিনছে কিছু ব্যাংক। ১০৮ টাকা ঘোষণা দিলেও ১১১ টাকা পর্যন্ত দরে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে প্রতি ডলার কিনছে তারা। এ ধরনের সাতটি ব্যাংক চিহ্নিত করে তাদের রেমিট্যান্স কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিদেশি মানি রেমিটার কোম্পানির প্রতিনিধিদেরও সেখানে ডাকা হয়। আগামীতে কোনো ব্যাংক বাড়তি দরে ডলার কিনলে সরাসরি দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২১ মে বিএফআইইউর সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বাড়তি দরে ডলার কেনা ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রীয় মালিকানার একটি এবং বেসরকারি খাতের ছয়টি ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডাকা হয়েছিল। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দুটি ইসলামী ধারার। পাশাপাশি মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়নের মতো মানি রেমিটার কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুই পক্ষকে মুখোমুখি করে বাড়তি দরে ডলার কেনার কারণ জানতে চাওয়া হয়। বাড়তি ব্যবসার জন্যই এসব ব্যাংক বাড়তি দরে কেনার বিষয়টি আলোচনায় উঠে আসে।

সংশ্লিষ্টরা জানান, এক্সচেঞ্জ হাউস থেকে অভিন্ন দর দেওয়ার কথা থাকলেও কয়েকটি ব্যাংক তা মানছে না। অনৈতিকভাবে বাড়তি দর দেওয়ায় অন্য ব্যাঙ্ক অসম প্রতিযোগিতায় পড়ছে। সাধারণভাবে ব্যাংকগুলো বাড়তি দরে কেনার বিষয়টির দায় মানি রেমিটার কোম্পানির ওপর চাপিয়ে থাকে। যে কারণে দুই পক্ষকে একসঙ্গে ডাকা হয়।

এর আগে গত ২ এপ্রিল বাড়তি দরে ডলার কেনার বিষয়ে ১১টি ব্যাংকের এমডিকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক। সূত্র : সমকাল

স্টকমার্কেটবিডি.কম/এম

এনভয় টেক্সটাইলের এজিএম স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড পরিচালনা বোর্ড আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, কোম্পানিটির আসন্ন ২৭তম এজিএমটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। যা আগামী ২৬ জুন হওয়ার কথা ছিল।

কোম্পানিটির এজিএমের নতুন ভ্যানু, তারিখ ও সময় পরিবর্তিতে জানানাে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেফার্ড ইন্ডাস্ট্রিজের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়টি ইতিমধ্যে অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ মঙ্গলবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এম

সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বাড়ার তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে বিমাটি।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৪ মে এই শেয়ারটির দর ছিল ৫৬.৬০ টাকা। যা গতকাল ২৯ মে বেড়ে দাঁড়িয়েছে ৬২.৭০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সালভো কেমিক্যালসের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকা ভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় (ইপিএস) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.১৪ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৪৯ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৭৯ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৪.৫৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

রিনসাইন টেক্সটাইলসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিনসাইন টেক্সটাইলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ জুন আহবান করা হয়েছে ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম////

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ মে) অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১১.৩৬ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ আগষ্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে । এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৩ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ মে) অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৩.৬৯ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে । এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এ