সহজের ১২ কোটি টাকার শেয়ার কিনলো এডিএন টেলিকম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের এডিএন টেলিকম লিমিটেড দেশের অনলাইন টিকেটিং প্লাটফর্ম সহজ লিমিটেডের ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড। এই বোর্ড সভায় সহজের এই ১০ শতাংশ শেয়ার দাম ১২ কোটি টাকা নির্ধারণ করা হয়।

এখন থেকে এডিএন টেলিকম ও সহজ এক সাথে ব্যবসা পরিচালনা করবে। সহজ মূলত দেশের বাস ও ট্রেনের টিকিট অনলাইনে সরবরাহ করে থাকে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমতিক্রমে সহজ লিমিটেডের শেয়ার অধিগ্রহণ করা হয়েছে বলে এডিএন টেলিকম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম////

লোকসান থেকে বড় মুনাফায় এমারেল্ড ওয়েল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটি লোকসান থেকে বড় মুনাফায় উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.১৪ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.২০ টাকা। গত ২০২২ সালের ৩১ মার্চ এই এনএভি ছিল ১২.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

স্টাইল ক্রাফটের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

সূত্রটি জানায়, কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি২’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে ‘এসটি-৩’।

২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এম

এমারেল্ড ওয়েলের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৭ জুন) অনুষ্ঠিত বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া চলতি বছরে তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি সম্পদের পরিমাণ ডিএসইতে জানানো হয়নি।

এই অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

স্টকমার্কেটবিডি.কম/আর