স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমোছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৭৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৯১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৪ কোটি ১৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকা
ডিএসইতে দিনভর ৩৯৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৯২টির আর অপরিবর্তিত আছে ৪৬টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, মাগুরা কমপ্লেক্স, ব্রাক ব্যাংক, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, এবিবি ফার্ষ্ট মি. ফান্ড, সিটি ব্যাংক, ফাইন ফুডস, ওআইমেক্স ইলেকট্রোড ও বিএসসি।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৭১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ৭ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ক্রাউন সিমেন্ট
স্টকমার্কেটবিডি.কম/এসবি