ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২ জুন বেলা ৩টায় রাজধানীর পল্টনে অবস্থিত বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে এই বোর্ড সভাটি আহবান করা হলেও তা স্হগিত করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

একইদিনে আরেক বোর্ড সভায় বিমাটির চলতি বছরের প্রথম পান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আল আরাফাহ ব্যাংকের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির বাৎসরিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৮ মে বেলা ৭টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে এই বোর্ড সভাটি আহবান করা হলেও তা স্হগিত করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি।

একইদিনে আরেক বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের প্রথম পান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিডি সার্ভিসেসের লোকসান বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকের কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৯৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪.৪৭ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৫৪ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২০ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ২২৮টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ওয়ান ব্যাংকের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২২.৪৩ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগষ্ট। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।

স্টকমার্কেটবিডি.কম/

সরকারের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের আশ্বাস পাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন কর্মকর্তারা।

আজ রবিবার রাতে এনবিআর কর্মকর্তাদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কথা জানিয়েছে।

গত ১২ মে অন্তর্বর্তী সরকার যে ‘রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করে, যেখানে এনবিআর বিলুপ্ত করে কর নীতি বিভাগ ও রাজস্ব সংগ্রহ বিভাগ গঠনের কথা বলা হয়।

এরপর থেকে এই অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন করেন এনবিআর কর্মকর্তারা। গতকাল ও আজ সারাদিন দেশজুড়ে তারা কর্মবিরতি পালন করেন।

এর মধ্যেই আজ সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।

এছাড়া, প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত নতুন অধ্যাদেশ কার্যকর করা হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এ ঘোষণার পরই রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মবিরতি প্রত্যাহারের কথা জানালো।

স্টকমার্কেটবিডি.কম///

প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়ল কোরবানির গরুর চামড়ার দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়ানো হয়েছে। আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে ২ টাকা করে।

রবিবার এ তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম এক হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এছাড়া, খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, চামড়া রফতানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি প্রত্যাহার করেছে সরকার।

তিনি বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে বারাকা পতেঙ্গা; ২য় স্থানে মিডল্যান্ড ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ টাকা।

শাইনপুকুর সিরামিকসের ৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারির ৭ কোটি ৩০ লাখ, এস আলম স্টিলসের ৬ কোটি ৪৮ লাখ, সোনারগা টেক্সটাইলের ৬ কোটি ২৭ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৪ কোটি ৬৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৪ কোট ৬৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ৬০ লাখ ও সী পার্লস হোটেলের ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. বারাকা পতেঙ্গা পাওয়ার
  2. মিডল্যান্ড ব্যাংক
  3. শাইনপুকুর সিরামিকস
  4. বিচ হ্যাচারি
  5. এস আলম স্টিলস
  6. সোনারগা টেক্সটাইল
  7. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  8. বারাকা পাওয়ার
  9. ওরিয়ন ইনফিউশন
  10. সী পার্লস হোটেল।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ১১ লাখ টাকা। গতকাল শনিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৭৮ কোটি ২ লাখ টাকা

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৫টির আর অপরিবর্তিত আছে ৮১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বারাকা পতেঙ্গা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, বিচ হ্যাচারি, এস আলম স্টিলস, সোনারগা টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বারাকা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন ও সী পার্লস হোটেল।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২৬.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৯৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল শনিবার সেখানে ৪ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১০ দফা দাবি আদায়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

আজ রবিবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়, চলবে দুপুর ২টা পর্যন্ত। কর্মবিরতির অংশ হিসেবে সারা দেশের পেট্রলপাম্প ও ট্যাংকলরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী দাবিগুলো ২৪ মে’র মধ্যে বাস্তবায়ন না হওয়ায় তারা ২৫ মে প্রতীকী কর্মসূচি হিসেবে অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছে।

বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান জানান, সকাল ৬টায় কর্মসূচি শুরু হয়েছে। এ বিষয়ে সকাল ১০টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কর্মসূচির আওতায় জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে হজ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার স্বার্থে উড়োজাহাজে তেল সরবরাহ অব্যাহত থাকবে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের সঙ্গে যেসব পেট্রলপাম্পের চুক্তি রয়েছে, সেগুলো থেকে পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহ করা যাবে।
পরিষদের অভিযোগ, বিদ্যুৎ, স্টাফের বেতনসহ ব্যবসায়িক ব্যয় অনেক বেড়ে গেছে, অথচ তেল বিক্রির কমিশন হ্রাস পেয়েছে। পাশাপাশি নতুন করে পরিবেশ, ফায়ার সার্ভিস, বিএসটিআই, কলকারখানা এবং বিআরসি লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে, যেগুলোর ফি অনেক বেশি।

স্টকমার্কেটবিডি.কম///